For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর পূর্বেও একযোগে চলল সার্জিক্যাল স্ট্রাইক! জঙ্গিদের খোঁজে যোগ দিল প্রতিবেশী দেশও

ভারতের উত্তরপূর্বেও সার্জিক্যাল স্ট্রাইক। তবে এক্ষেত্রে ভারতের সঙ্গে যোগল দিয়েছে প্রতিবেশী দেশ মায়ানমার। ভারত ও মায়ানমার দুদেশের সেনা ১৬ মে থেকেঅভিযান করে দুদেশের সীমানায় নিজের নিজের এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

ভারতের উত্তর-পূর্বের রাজ্যেও চলল সার্জিক্যাল স্ট্রাইক। তবে এক্ষেত্রে ভারতের সঙ্গে যোগ দিয়েছে প্রতিবেশী দেশ মায়ানমার। ভারত ও মায়ানমার দুই দেশের সেনা ১৬ মে থেকে অভিযান করে দুই দেশের সীমানায় নিজের নিজের এলাকায়। মনিপুর, নাগাল্যান্ড, অসমের জঙ্গিদের খোঁজে শুরু করা হয়েছিল তল্লাশি। তিন সপ্তাহের তল্লাশিতে সাফল্য এসেছে বলে জানা গিয়েছে।

উত্তর পূর্বেও সার্জিক্যাল স্ট্রাইক! জঙ্গি খোঁজে যোগ দিল প্রতিবেশী দেশও

ভারত ও মায়ানমারে মধ্যে ১৬৪০ কিমি সীমানা রয়েছে। দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্কও রয়েছে। এই এলাকায় প্রথম দফার 'অপারেশন সানরাইজ' শুরু হয়েছিল ৩ মাস আগে। এই অপারেশনে উত্তর-পূর্বের জঙ্গিদের বেশ কিছু ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়। সীমান্তে নজরদারিতে ভারত দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়াতে চায়।

সূত্রের খবর অনুযায়ী, দ্বিতীয় দফার অপারেশন সানরাইজে জঙ্গিদের ক্যাম্প ভাঙতে দুদেশের সামরিক বাহিনী পরস্পরকে সহযোগিতা করেছে। যেসব জঙ্গি গোষ্ঠীর ক্যাম্প ভাঙা হয়েছে তাদের মধ্যে রয়েছে, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, এনএসসিএন, উলফা এবং এনডিএফবি। জঙ্গি গোষ্ঠীগুলির ক্যাম্প ধ্বংস করা ছাড়াও, কমপক্ষে ৭০ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, দুদেশ তৃতীয় দফার অপারেশন সানরাইজে নামতে পারে। তবে তার আগে গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের পক্ষ থেকে সেনাবাহিনী ছাড়াও অভিযানে অংশ নিয়েছিল অসম রাইফেলস।

English summary
The armies of India and Myanmar carried out a three-week-long coordinated operation from May 16 in their respective border areas, targeting several terror groups operating in Manipur, Nagaland and Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X