For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ হাজারের নোট কি উঠে যাচ্ছে? কী বললেন অর্থমন্ত্রী সীতারমন

২ হাজারের নোট কি উঠে যাচ্ছে? কী বললেন অর্থমন্ত্রী সীতারমন

Google Oneindia Bengali News

জাল ২০০০ টাকার নোটে ছেয়ে গিয়েছে বাজার। সেজন্য নাকি ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিচ্ছে সরকার। এমনই খবর ছড়িয়ে পড়েছে। সেই খবর পুরোপুরি মিথ্যে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কোনও নির্দেশ ব্যাঙ্ক গুলিকে দেওয়া হয়নি।

২০০০ টাকার নোট বন্ধ হচ্ছে না

২০০০ টাকার নোট বন্ধ হচ্ছে না

গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে শুরু করেছিল এটিএম গুলিতে বেশি করে ৫০০ টাকার নোট দেওয়া হচ্ছে এবং ২০০০ টাকার নোট কমিয়ে দেওয়া হচ্ছে। ২০০০ টাকার নোট তুলে নেওয়ার জন্যই বেশি ৫০০ টাকার নোট বাজারে ছাড়তে চাইছে মোদী সরকার। কিন্তু সেখবর সত্যি নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ারও কোনও পরিকল্পনা নেই সরকারের।

নোট বাতিল

নোট বাতিল

২০১৬ সালে সবচেয়ে বড় পদক্ষেপ করেছিল মোদী সরকার। ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করা হয়। তারপরেই নতুন ২০০০ টাকার নোট বাজারে আসে। হয়রানির শিকার হতে হয়েছিল সাধারণ মানুষকে। দীর্ঘক্ষণ এটিএমের লাইনে দাঁড়াতে হয়েছিল সকলকে। এই নিয়ে রাজনৈতিক পারদও চড়েছিল। মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা।

জাল ২০০০ টাকার নোট

জাল ২০০০ টাকার নোট

যে কারণে নোট বাতিল করা হয়েছিল সেই উদ্দেশ্য মূরণ হয়েছে কিনা তা এখনও প্রকাশ করেনি মোদী সরকার। দাবি করা হয়েছিল জাল নোট বন্ধ করতেই এই পদক্ষেপ করা হয়। কিন্তু দেখা গিয়েছে মোদীর গুজরাটেই সবথেকে বেশি ২০০০ টাকার জাল নোট ছড়িয়েছে। সেখান থেকেই গোটা দেশে ২০০০ টাকার জাল নোট ছড়িয়ে পড়েছে।

দিল্লি হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানেরদিল্লি হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানের

English summary
Are the notes of Rs. 2 thousand going up? What Finance Minister Sitharaman said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X