For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতিরাও কি ধূমপান করে! এই ভিডিও দেখে আপনি চোখ কচলাতে বাধ্য

জঙ্গলের মধ্যে ধোঁয়া, আর তাতে দিব্যি শুঁড় গলিয়ে ধূমপানে ব্যস্ত এক হাতি! নাগারাহোল ন্যাশনাল পার্কে হাতির এই তাক লাগানো কীর্তি ক্যামেরা বন্দি করেছে, 'ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি'।

  • |
Google Oneindia Bengali News

সেন্সর বোর্ডের নির্দেশ মতো, বলিউডের প্রতিটি সিনেমায় , যেখানেই ধূমপানের দৃশ্য থাকে, সেখানেই ধূমপান সম্পর্কে সতর্কীকরণ দেওয়া থাকে। কারণ একটাই , যাতে ধূমপানের মারণ নেশা থেকে রক্ষা পান এদেশের নাগরিকরা। কিন্তু মানুষকে সচেতন করলেও, এদেশের হাতিদের মধ্যে ধূমপান নিয়ে সচেতনতার বড়ই অভাব দেখা যাচ্ছে! কিছুদিন আগেই, কর্ণাটকের নাগারহোল ন্যাশনাল পার্কে এক হাতির আজব কীর্তি অবাক করেছে অনেকেই। দু' একবার চোখ না কচলে, এই দৃশ্য বিশ্বাস করা কঠিন!

হাতিরাও কি ধূমপান করে! এই ভিডিও দেখে আপনি চোখ কচলাতে বাধ্য

জঙ্গলের মধ্যে ধোঁয়া, আর তাতে দিব্যি শুঁড় গলিয়ে ধূমপানে ব্যস্ত এক হাতি!নাগারাহোল ন্যাশনাল পার্কে হাতির এই তাক লাগানো কীর্তি ক্যামেরা বন্দি করেছে, 'ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি'। ভিডিওতে দেখা যাচ্ছে ধোঁয়ার মধ্যে থেকে শুঁড়ে করে কিছু তুলে নিয়ে মুখে পুড়ছে হাতিটি। 'ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি-র বিজ্ঞানী ড: বরুণ গোস্বামী বলছেন , চারকোল থেকে ধোঁয়া নেওয়ার চেষ্টা করছিল ওই মেয়ে হাতিটি। অনেক বিশেষজ্ঞের দাবি, চারকোল থেকে ঔষধী সংগ্রহ করার ক্ষমতা থাকে হাতির মধ্যে। আর এখানে সেই ঘটনাই সম্ভবত ঘটেছে!


দক্ষিণ ভারতের কর্ণাটকের জঙ্গল নাগারাহোল ন্যাশনাল পার্ক। নীলগিরি থেকে চন্দনগাছ,এই সমস্ত রকমের গাছ এই অরণ্যে রয়েছে। অসম্ভব সুন্দর এই জঙ্গলের পিছনের দিকে রয়েছে ব্রহ্মগিরি পর্বত। আর এই অরণ্যেই অবাধ বিচরণ হাতিদের। সেখানেই ধরা পড়েছে হাতিরদের এই আজব কীর্তি।

English summary
Are Elephants also addicted to smoking, watch this stunning video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X