For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রণবের ভাষণের পর পশ্চিমবঙ্গে বাড়তি মাইলেজ পেয়েছে আরএসএস! উঠে এল চমকপ্রদ তথ্য

গত ৭ জুন নাগপুরে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর সভায় বক্তব্য রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি নেতা প্রণব মুখোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

গত ৭ জুন নাগপুরে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর সভায় বক্তব্য রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি নেতা প্রণব মুখোপাধ্যায়। আর ওই সভায় প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের পর থেকে বাড়তি মাইলেজ পেয়েছে সংগঠন। আরএসএস-এর দাবি, এই সভার পর থেকেই ৪ গুণ বেড়ে গিয়েছে সংগঠনে যোগদানের জন্য আবেদনকারীর সংখ্যা।

প্রণবের ভাষণের পর পশ্চিমবঙ্গে বাড়তি মাইলেজ পেয়েছে আরএসএস! উঠে এল চমকপ্রদ তথ্য

কংগ্রেসের ভাবধারায় বিশ্বাসী প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ আরএসএস-এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। সংগঠনে যোগ দিতে চেয়ে সবচেয়ে বেশি আবেদনপত্র এসেছে পশ্চিমবঙ্গ থেকে।ফলে প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতির বক্তব্য যে এরাজ্যের অনেকের মন ছুঁয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। এই বিষয়ে প্রণব মুখোপাধ্যায়কে একটি চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেছে হিন্দুত্ববাদী এই সংগঠন। সংঘের তরফে মনমোহন বৈদ্য ওই চিঠিতে উচঅছসিত প্রশংসা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির ভাষণের। তিনি জানিয়েছেন, প্রবণ মুখোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে ' এক ভারত' ও 'এক সংস্কৃতি'-র যে বার্তা ছিল তা অসামান্য।

আর এসএস-এর দাবি সংঘের ওয়েবসাইটে প্রতিদিন ৩৭৮ টি আবেদনপত্র আসত। ১ থেকে ৬ জুন পর্যন্ত এরকমই ট্রেন্ড দেখা গিয়েছে। কিন্তু ৭ জুন প্রণব মুখোপাধ্যায়ের বাষণের পর এই আবেদকারীদের সংখ্যা প্রতিদিন ১৭৭৯ তে পৌঁছে যায়। আর তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আবেদন আসে এরাজ্য থেকে। উল্লেখ্য, রাজনৈতিক জীবনের প্রথম থেকেই কংগ্রেসের মতবাদে বিশ্বাসী প্রবণ মুখোপাধ্যায়কে আরএসএস-এর সভায় যোগদান থেকে বিরত থাকার জন্য অনেকেই বলেন। প্রণব-কন্যা শর্মিষ্ঠাও তাঁকে এই যভায় যোগ না দেওয়ার পরামর্শদেন টুইট বার্তায়। কিন্তু শত বিরেধিতা পেরিয়ে নাগপুরে আরএসএস-এর সভায় যোগ দেন প্রাক্তন রাষ্ট্রপতি।

English summary
Applications to join RSS jumped 4-fold on day of Pranab speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X