For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকা-চিনের বিবাদে জেরে লাভবান ভারত, শিল্পস্থাপনে উদ্যোগী দুই মার্কিন সংস্থা

আমেরিকা এবং চিনের বাণিজ্যিক বিবাদে লাভবান হল ভারত।

Google Oneindia Bengali News

আমেরিকা এবং চিনের বাণিজ্যিক বিবাদে লাভবান হল ভারত। আমাজন, অ্যাপেলের মতো সংস্থা চিন থেকে ব্যবসা সরিয়ে ভারতে আনছে। চিনের পরিবর্তে এবার ভারতেই উ‌ৎপাদন শুরু হবে অ্যাপেল আইফোনের। কর্মসংস্থানের সংকট কাটতে চলেছে ভারতে।

আমেরিকা-চিনের বিবাদে জেরে লাভবান ভারত

চিনের সঙ্গে বিরোধ আমেরিকার

বাণিজ্যনীতি নিয়ে একেবারে সম্মুখ সমরে আমেরিকা-‌চিন। একে অপরের পণ্যের উপর শুল্ক চাপিয়েই চলেছে। চিনে মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক চাপানোয় বেজায় চটেছেন ট্রাম্প। রাগের চোটে চিন থেকে সব মার্কিন সংস্থা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তাতে চিনের ক্ষতি হলেও লাভ হয়েছে ভারতের‌। আমাজন আর অ্যাপেল চিন থেকে তাঁদের ব্যাবসা সরিয়ে নিয়ে আসছে। তার পরিবর্তে ভারতকে বেছে নিয়েছে এই দুই মার্কিন সংস্থা

লাভ হল ভারতের

আমেরিকা-চিনের বিরোধে আদতে লাভবান হল ভারত। দেশের আর্থিক অবস্থা যে পর্যায়ে এসে পৌঁছেছে তাতে বিদেশি শিল্পের ভারতে আসা ভীষণ ভাবে জরুরি। আমাজন এবং অ্যাপেল আইফোনের এই সিদ্ধান্ত ভীষণভাবে লাভবান হবে ভারত। নতুন শিল্পের প্রসারে বাড়বে কর্মসংস্থান। অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন ভারত শুধু ভারতের জন্যই অ্যাপেল আইফোন তৈরি করছে। কিন্তু শীঘ্রই গোটা বিশ্বের জন্য অ্যাপেল আইফোন তৈরি করবে।

ভোট ব্যাঙ্ক বাড়বে বিজেপির

অ্যাপেল আইফোন এবং অ্যামাজনের বিনিয়োগকে ইউএসপি করে ভোট ব্যাঙ্ক বাড়ানোর পথ তৈরি করে ফেলবে বিজেপি। তবে তার মধ্যেও একটা সুফল আছে দেশে আর্থিক পরিস্থিতি ফিরবে। শেয়ার বাজারের লাগাতার পতন। টাকার দামের পতনে ভীষণ চাপে পড়ে রয়েছে মোদী সরকার‌। সামনেই কাশ্মীরে ভোট, এছাড়াও একাধিক রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। তার আগে এই দুই বড় মার্কিন সংস্থার ভারতে আগমনে ভোট ব্যাঙ্ক একটু বাড়বে বইকী

[আরও পড়ুন:পাকিস্তান জুড়ে আজ আধঘণ্টার জন্য কী ঘটতে চলেছে! ইমরানের টুইটে কাশ্মীর ইস্যুতে নয়া বার্তা ][আরও পড়ুন:পাকিস্তান জুড়ে আজ আধঘণ্টার জন্য কী ঘটতে চলেছে! ইমরানের টুইটে কাশ্মীর ইস্যুতে নয়া বার্তা ]

আজই রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেশের আর্থক অবস্থা যে মোদী সরকারের আমলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তা ফাঁস হয়ে গিয়েছে। টান পড়েছে রিজার্ভ ব্যাঙ্কের তহবিলেও। তারপরেই দুই নামি মার্কিন সংস্থার ভারতে আসার বার্তায় কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে বিজেপি সরকার‌।

[আরও পড়ন:অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা ][আরও পড়ন:অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা ]

English summary
Apple iPhone, Amazon will start production from India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X