For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেআইনিভাবে মেয়েকে সুযোগ দেওয়ার অভিযোগ, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগের দাবি আপের

বেআইনিভাবে মেয়েকে সুযোগ দেওয়ার অভিযোগ, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগের দাবি আপের

Google Oneindia Bengali News

দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ নিয়ে এল আপ। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেছেন, কেভিআইসির চেয়ারম্যান থাকার সময় লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তাঁর মেয়েকে বোইনিভাবে ইন্টিরিয় ডিজানিংয়ের একটি কনট্রাক্ট দিয়েছিলেন। তিনি অবিলম্বে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেন।

আপ সাংসদের অভিযোগ

আপ সাংসদের অভিযোগ

আপের সাংসদ সঞ্জয় সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিলম্বে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ভিকে সাক্সেনাকে বরখাস্ত করা উচিত। অভিযোগ করেন, সাক্সেনা যখন কেভিআইসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন, মুম্বইয়ের খাদি লাউঞ্জের ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কন্ট্রাক্ট বেআইনিভাবে নিজের মেয়েকে দিয়েছিলেন। দিল্লির লেফটেন্যান্ট নিজের কৃতকর্ম থেকে পালাতে পারবেন না। তিনি জানিয়েছেন, সাক্সেনার এই কাজের বিরোধিতা করে আপ আদালতের দ্বারস্থ হবে।

নোটবন্দির সময় দুর্নীতির অভিযোগ

নোটবন্দির সময় দুর্নীতির অভিযোগ

শুক্রবার দিল্লির বিধানসভায় আস্থা ভোটের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন, রাজ্যের প্রতিটি আপ বিধায়ক তাঁর সঙ্গে রয়েছে তা প্রমাণ করতেই আস্থা ভোটের প্রস্তাব। শুক্রবার আস্থা ভোটে জয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার পদত্যাগ দাবি করেন। তাঁরা অভিযোগ করেন, কেভিআইসির চেয়ারম্যান থাকাকালীন নোটবন্দির সময় বেআইনিভাবে ১৪০০ কোটি টাকা বিনিময় করেছিলেন। বেআইনিভাবে পুরনো নোটের বদলে নতুন নোট সংগ্রহ করেছিলেন বলে কেজরিওয়াল ও সিসোদিয়া অভিযোগ করেন।

বিজেপি-আপ সংঘর্ষ চরমে

বিজেপি-আপ সংঘর্ষ চরমে

সম্প্রতি দিল্লি আপ ও বিজেপির মধ্যে সংঘর্ষের পারদ ক্রমেই বাড়ছে। নয়া আফগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে সিবিআই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়ি ও ব্যাঙ্কের লকারে তল্লাশি চালায়। এর তীব্র বিরোধিতা করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, কেজরিওয়াল বলেন, সিবিআই প্রায় ১৪ ঘণ্টা অভিযান চালিয়েছে। কিন্তু মনীশ সিসোদিয়ার বাড়ি থেকে অবৈধ একটা টাকাও উদ্ধার করতে পারেনি। সম্পত্তি বহির্ভূত গয়নাও উদ্ধার করতে পারেনি। কোনও সম্পত্তির দলিল উদ্ধার করতে পারেনি। অপরাধের সঙ্গে যুক্ত কোনও নথি উদ্ধার করতে পারেনি। মনীশ সিসোদিয়াকে চাপে রাখতেই কেন্দ্রে নির্দেশে এই অভিযান সিবিআই চালিয়েছে। তিনি বলেন, স্বার্থান্বেষী একটি দল দিল্লিতে আপ সরকারের পতন চাইছে।

সরকার পতনের চেষ্টা করছে বিজেপি

সরকার পতনের চেষ্টা করছে বিজেপি

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি এখনও পর্যন্ত দেশের একাধিক রাজ্যে বেশ কয়েকটি সরকারের পতন ঘটিয়েছে। তারমধ্যে রয়েছে, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচলপ্রদেশ, মনিপুর ও মেঘালয়। শহরে একজন সিরিয়াল কিলার রয়েছেন, যে একের পর এক খুন করে চলেছেন। জনগণ একটি সরকারকে বেছে নেয়। বিজেপি সেই সরকারের পতন ঘটায়। আপ সুপ্রিমো বলেন, বিজেপি এখনও পর্যন্ত ২৭৭ জন বিধায়ককে কিনেছে। তিনি বলেন, আপের ৪০ জন বিধায়ককে কিনতে চাইছে বিজেপি।

দ্বীপরাষ্ট্রে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে কথা হয় শুভেন্দুর! ফাঁস করলেন অভিষেক দ্বীপরাষ্ট্রে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে কথা হয় শুভেন্দুর! ফাঁস করলেন অভিষেক

English summary
app claims that Delhi LG Governor illegally awarded contract to her daughter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X