For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমাপ্রার্থনা ও দ্বিতীয় সুযোগ ভিক্ষা, আগামী দিল্লি নির্বাচনে এই দুই হাতিয়ার কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

ক্ষমাপ্রার্থনা ও দ্বিতীয় সুযোগ ভিক্ষা, আগামী দিল্লি নির্বাচনে এই দুই হাতিয়ার কেজরিওয়ালের
নয়াদিল্লি, ৩০ মে : ধরনায় আর কাজ হচ্ছে না। তাই এবার ক্ষমা চাওয়াই হাতিয়ার বানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়া। ব্যক্তিগত জামিনে জেল থেকে বেরিয়ে, বৃহস্পতিবার দলের কর্মীদের ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন কেজরিওয়াল। দিল্লির মানুষের কাছে ক্ষমা চেয়ে আর একটা সুযোগ চেয়ে নেওয়ার পরামর্শও দেন তিনি।

এদিন দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "যখন আপনারা মানুষের কাছে যাবেন, তখন তাঁদের সঙ্গে তর্ক নয়, বরং ক্ষমা চেয়ে নিন আমাদের ভুলের জন্য। ক্ষমা চেয়ে আর একটা সুযোগ চেয়ে নিন জনতার কাছ থেকে।"

লোকসভা নির্বাচনে বীভৎস হারের পর এই প্রথমবার দলের কর্মীদের উদ্দেশে কিছু বললেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। দলের কর্মীদের উজ্জীবীত করার জন্য তিনি বলেন, তাঁর দল পাঁচ বছর সরকারে টিকে থাকবে। এবার আর তাঁরা পালাবেন না সে বিশ্বাস জনতার মনে তৈরি করতে হবে।

লোকসভা নির্বাচনের আগেও যেমন শ'খানেক আসন জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন কেজরিওয়াল, তেমনই এবারও দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে দৃপ্ত কন্ঠে ফের দিল্লির ক্ষমতায় আসার কথা ঘোষণা করলেন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, আগামী অক্টোবর মাসেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে পারে। দিল্লি বিধানসভা খুব শীঘ্রই খারিজ হয়ে যাবে, আমরা আশাবাদী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আম আদমি পার্টিই আবার দিল্লিতে ক্ষমতায় আসবে।

বিধানসভা নির্বাচনের আগে দলের আত্মসমালোচনার প্রয়োজন বলেই মনে করে কেজরিওয়াল। এদিকে সূত্রের খবর অনুযায়ী, শাজিয়া ইলমি এবং ক্যাপ্টেন গোপীনাথের মতো দুটি শক্ত স্তম্ভ দল থেকে বেরিয়ে যায়ওয়া কিছুটা হলেও যে দলের শক্তি খর্ব হয়েছে বলে মনে করেন কেজরিওয়াল নিজেও। শাজজিয়ার তোলা অভিযোগগুলিও যে অত্যন্ত গুরুতর বলেও মনে করেন কেজরিওয়াল।

কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে বিধানসভা নির্বাচন নিয়ে যাবতীয় প্রস্তুতি তিনি নিজে খতিয়ে দেখবেন। এমনকী কর্মীদের সঙ্গে সাময়িক দূরত্বের জন্য ক্ষমাপ্রার্থনা করেন তিনি। তাঁর কথায়, দিল্লি নির্বাচনের পরে আমি সরকার নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলাম। পদত্যাগের পরে আবার দলের হয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলাম, ফলে অনেক ক্ষেত্রেই দলের কর্মীরা প্রয়োজনে আমার কাছে আসতে পারেননি বা আমি তাঁদের কাছে পৌছতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

এর পাশাপাশি আগামী দিল্লি নির্বাচনের জন্য যে উঠে পড়ে লাগতে হবে সে বিষয়ে কর্মীদের উৎসাহ প্রদান করেন কেজরিওয়াল।

English summary
Apology and begging for second chance, these are the two strategy for Kejriwal in next Delhi Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X