For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গাদের কি ফেরতই পাঠানো হবে, আজ শুনানি সুপ্রিমকোর্টে

সোমবার সুপ্রিমকোর্টে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মামলার শুনানি, কেন্দ্রীয় সরকার রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেই সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে রোহিঙ্গারা

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আজ সুপ্রিমকোর্টে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মামলার শুনানি। কেন্দ্রীয় সরকার রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেই সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেন দুই রোহিঙ্গা শরণার্থী মহম্মদ সালিমউল্লা ও মহম্মদ শাকির। এদিকে এই মামলায় মঙ্গলবারই হলফনামা জমা দিতে পারে কেন্দ্রীয় সরকার।

[আরও পড়ুন: সুকি এখনই ব্যবস্থা না নিলে, রোহিঙ্গা পরিস্থিতি আরও জটিল হবে, বলল রাষ্ট্রসংঘ][আরও পড়ুন: সুকি এখনই ব্যবস্থা না নিলে, রোহিঙ্গা পরিস্থিতি আরও জটিল হবে, বলল রাষ্ট্রসংঘ]

রোহিঙ্গাদের কি ফেরতই পাঠানো হবে, আজ শুনানি সুপ্রিমকোর্টে

এই দুই আবেদনকারীকেই ইউনাইটেড নেশনস হাইকমিশন অফ রিফিউজি-র খাতায় উদ্ভাস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। সর্বোচ্চ আদালতে দুই আবেদনকারী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। প্রিন্সিপল অফ নন রিফাউলমেন্ট আইন অনুযায়ী, কোনও রাষ্ট্র শরণার্থীদের তাদের দেশের ফেরত পাঠাতে পারে না যেখানে তাদের প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গাদের কি ফেরতই পাঠানো হবে, আজ শুনানি সুপ্রিমকোর্টে

গত ৮ই সেপ্টেম্বর রাষ্ট্রীয় স্বাভিমান আন্দোলনের নেতা কে গোবিন্দাচার্য রোহিঙ্গাদের চিহ্নিত করে ফের পাঠাতে সুপ্রিমকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। আবেদনে গোবিন্দাচার্য জানিয়েছিলেন, রোহিঙ্গারা দেশের ওপর বোঝা এবং একইসঙ্গে দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছিলেন, প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে চিহ্নিত করে তাদের দেশের ফেরত পাঠোনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তারা বেআইনিভাবে এদেশে বসবাস করছে বলেও মন্তব্য করেছিলেন রিজিজু।

English summary
Supreme Court will hear petition filed by two rohingya immigrants on Monday, they sought SC to intervene in center's order on deporting rohingyas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X