For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি চায় সুপ্রিম কোর্ট, ধেয়ে এল কড়া নির্দেশ

কোনওভাবে শিশু ধর্ষণ মামলার নিষ্পত্তিতে দেরি করা যাবে না। দেশের আদালতগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে পকসো আইনের সংশোধনী বিল।

Google Oneindia Bengali News

কোনওভাবে শিশু ধর্ষণ মামলার নিষ্পত্তিতে দেরি করা যাবে না। দেশের আদালতগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে পকসো আইনের সংশোধনী বিল। এবার শুধু লোকসভার অনুমোদনের অপেক্ষা। তারপরেই শিশু ধর্ষণে ফাঁসির সাজা আইন হয়ে যাবে।

শিশুধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি চায় সুপ্রিম কোর্ট, ধেয়ে এল কড়া নির্দেশ

বুধবারই রাজ্যসভায় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, শিশু ধর্ষণ বা শিশুর উপর যৌ নিগ্রহের মামলার দ্রুত নিষ্পত্তি ঘটােত দেশে প্রায় ৬০টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেগুলি যাতে দ্রুত তৈরি হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

তারপরেই সুপ্রিম কোর্ট এই কড়া নির্দেশিকা জারি করেছে। শীর্ষ আদালত জানিয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিশু ধর্ষণের মামলার শুনানির জন্য বিশেষ আদালত তৈরি করতে হবে। প্রত্যেক জেলাতেই তৈরি করতে হবে এই বিশেষ আদালত।

বিশেষ করে যেসব জেলায় পকসো ধারায় করা শতাধিক মামলার শুনানি হয়নি সেখানে অবিলম্বে এই বিশেষ আদালত তৈরি করতে হবে। কেন্দ্রীয় সরকারের সাহায্যে ৬০ দিনের মধ্যে তৈরি করতে হবে এই বিেশষ আদালত। কেন্দ্রের নিযুক্ত বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ সরকারি আইনজীবীরাই নির্যাতিতার হয়ে এখানে মামলা লড়বেন।

এছাড়াও সব রাজ্যের এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যসচিবকে শিশু নির্যাতনের তদন্ত রিপোর্ট দ্রুত জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী ২০১৫ সাল থেকে ১০,৮৫৪টি শিশু ধর্ষণের মামলার শুনানি হয়নি। ২০১৬ সালে সেই সংখ্যা আরও বেড়ে হয়েছে ১৯,৭৬৫। এর মধ্যে মধ্য প্রদেশে সব থেকে বেশি ২.৪৬৭। তারপরেই রয়েছে মহারাষ্ট্র (২,২৯২), ওড়িশা (১,২৫৮) এবং তামিলনাড়ু (১,১৬৯)-তে শুনানি হয়নি অধিকংশ শিশু ধর্ষণের মামলার।

English summary
Apex court has given the Centre 30 days to Set up exclusive courts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X