For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের এনএসজি অন্তর্ভূক্তিতে চিন ছাড়া আর যে দেশগুলি বাধা হল

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ জুন : ৪৮টি দেশের সংগঠন এনএসজি (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ)-তে অন্তভূক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তৈরি করল চিন-ই। একথা সকলেই জেনে গিয়েছেন। আর একথাও জানা যে একটি দেশের সম্মতি না পেলেও এনএসজি-তে ঢোকা যায় না। ['চিনের প্রাচীরে ধাক্কা', এনএসজিতে ঢোকার রাস্তা আপাতত বন্ধ ভারতের]

তবে শুধু চিন নয়, তাদের দেখাদেখি আরও কয়েকটি দেশ যেমন ব্রাজিল, অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ড, তুরস্ক, নিউ জিল্যান্ড-ও নিয়ম মেনে পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে সই না করা দেশগুলিকে অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন তুলে ভারতের বিরুদ্ধে দাঁড়ায়।

ভারতের এনএসজি অন্তর্ভূক্তিতে চিন ছাড়া আর যে দেশগুলি বাধা হল

ব্রাজিলের মতো দেশ ভারতের বিরুদ্ধে দাঁড়ানোয় কিছুটা অবাক নয়াদিল্লি। ভারত-ব্রাজিল দুটি দেশই ব্রিকস-এর সদস্য রাষ্ট্র। বন্ধু দেশের এমন আচরণে কিছুটা হতাশই হয়েছে নয়াদিল্লি। জানা গিয়েছে, ভারতের প্রতি ব্রাজিলের সমর্থন থাকলেও এনপিটি না মানা অন্য দেশগুলির কথা ভেবে ভারতের বিরুদ্ধে গিয়েছে ব্রাজিল।

তবে চিন সমর্থন করলেও পাকিস্তানের এনএসজি অন্তর্ভুক্তি নিয়ে কোনও আলোচনা হয়নি। এনএসজি-র প্লেনারি বৈঠকে প্রযুক্তিগত, আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। শেষপর্যন্ত ভারতের দাবিকে বাতিল করে দেওয়া হয়।

English summary
Apart from China, list of countries who oppose India's bid in NSG
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X