For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণের মামলা ২১ দিনে নিষ্পত্তি করতে হবে! দেশের বিভিন্ন রাজ্য়ে কিভাবে নেওয়া হচ্ছে কড়া আইনি ব্যবস্থা

হায়দরাবাদ গত কয়েকদিন তোলপাড় ছিল পশু চিকিৎসক তরুণীর গণধর্ষণের ঘটনায়। যে ঘটনায় অভিযুক্তদের মৃত্যু হয় পুলিশি এনকাউন্টারে।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদ গত কয়েকদিন তোলপাড় ছিল পশু চিকিৎসক তরুণীর গণধর্ষণের ঘটনায়। যে ঘটনায় অভিযুক্তদের মৃত্যু হয় পুলিশি এনকাউন্টারে। এরপরই তেলাঙ্গানা সরকারের মন্ত্রীরা দাবি করেন যে, তাঁরাই একমাত্র যাঁরা গোটা দেশের সামনে নজির সৃষ্টি করেছেন ধর্ষণ মামলার নিষ্পত্তিতে। এরপরই অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে একটি নতুন বিল পাশ করা হয়েছে ধর্ষণের নিষ্পত্তিকে কেন্দ্র করে।

জগন সরকারের পদক্ষেপ

জগন সরকারের পদক্ষেপ

অন্ধ্রপ্রদেশের নবনির্বাচিত জগন্মোহন সরকারের মন্ত্রিসভায় পাশ হয়েছে একটি নতুন বিল। সেখানে সাফ জানানো হয়েছে, ২১ দিনের মধ্যে ধর্ষণ মামলার নিষ্পত্তি ঘটাতে হবে। এই মামলাগুলির বিচারে থেকে যাবে দোষীদের মত্যুদণ্ডের সম্ভাবনাও।

আইন সংশোধনীর দিকে জগন সরকার

আইন সংশোধনীর দিকে জগন সরকার

এই নতুন প্রস্তাবিত আইনে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় সংশোধনী আনতে চাইছে জগন মন্ত্রিসভা। এরমধ্যে ৩৫৪(ই) ধারা যোগ করতে চাইছে অন্ধ্রপ্রদেশ সরকার।

সোশ্যাল মিডিয়াকেও এই আইনের আওতায় রাখা হচ্ছে!

সোশ্যাল মিডিয়াকেও এই আইনের আওতায় রাখা হচ্ছে!

জগনমন্ত্রিসভা চাইছে , সোশ্যাল মিডিয়াও যেন এই আইনের আওতায় থাকে। যাতে সোশ্যাল মিডিয়ায় বিপরীত লিঙ্গের প্রতি কেউ কোনও কুরুচিকর মন্তব্য করলেই তা আইনি ধারায় দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হয়। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্যের জেরে ২ বছর পর্যন্ত জেল হতে পারে, বলে বিলে প্রস্তাবনা দেওয়া হয়েছে।

আইনে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু

আইনে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু

অন্ধ্রপ্রদেশ সরকার খুব শিগগিরিই এই বিলকে আইনে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার এই বিল বিধানসভায় প্রস্তাবিত করা হচ্ছে। প্রসঙ্গত, এই আইনের আওতায় অভিযুক্তদের ধরা পড়ারল এক সপ্তাহের মধ্যেই তদন্ত শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর বিচার ২ সপ্তাহের মধ্যে শেষ করার বার্তা দেওয়া হয়েছে।

 মধ্যপ্রদেশেও কড়া আইন ধর্ষণ নিয়ে

মধ্যপ্রদেশেও কড়া আইন ধর্ষণ নিয়ে

এর আগে, মধ্যপ্রদেশ সরকারের তরফেও ধর্ষণ নিয়ে কড়া আইি প্রক্রিয়া চালু করা হয়। সেখানে নাবালিকা ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যু দণ্ডকে বেছে নেওয়া হয়েছে। আর এই নতুন ধারায় ২১ জনকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে।

 রাজস্থানেও ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন

রাজস্থানেও ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন

মধ্যপ্রদেশ ছাড়াও সাম্প্রতিককালে রাজস্থান সরকারের তরফেও একই আইন প্রণয়ন করা হয়েছে। সেরাজ্যেও ১২ বছরের নিচে কোনও মেয়েকে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যু দণ্ডকেই বেছে নেওয়া হয়েছে। আর এবার জগন সরকার অন্ধ্রপ্রদেশেও নিতে চলেছে এমনই কড়া পদক্ষেপ।

শেষ তিন বছরে এ দেশের নাগরিক হয়েছেন ৪৩১ জন আফগানি ও ২,৩০৭ জন পাকিস্তানিশেষ তিন বছরে এ দেশের নাগরিক হয়েছেন ৪৩১ জন আফগানি ও ২,৩০৭ জন পাকিস্তানি

English summary
AP Cabinet approves bill which says justice in rape cases in 21 days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X