For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা সংক্রমণ হতে পারে? কীভাবে বুঝবেন? জেনে নিন

ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা সংক্রমণ হতে পারে? কীভাবে বুঝবেন? জেনে নিন

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের ভয় কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক জনজীবন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এখনও পুরোপুরি করোনা মুক্ত হয়নি বিশ্ব। সেই ভয়াবহতাটা হয়তো গিয়েছে কিন্তু করোনা যায়নি। এমনকী টিকাকরণের পরেও করোনা সংক্রমিত হতে পারেন যেকেউ। মহামারী আবহে এই প্রথম মুক্ত ভাবে উৎসব উদযাপন করছে ভারত। এরই মাঝে আবার উদ্বেগের কথা শুনিয়েছেন ব্রিটেনের গবেষকরা।

ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা সংক্রমণ হতে পারে? কীভাবে বুঝবেন? জেনে নিন

ব্রিটেনের এক দল গবেষক জানিয়েছেন করোনা ভাইরাসের প্রকোপ এখনও কাটেনি বিশ্ব থেকে। ভ্যাকসিনের ঢালও দুর্বল হতে পারে করোনা ভাইরাসের কাছে। ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হতে পারেন যে কেউ। ইতিমধ্যেই অনেকেই সেটা হয়েছেন। করোনা টিকাকরণের পরেও যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাঁদের শরীরে মূলত ৫ রকমের উপসর্গ দেখা দেয়।

এই ৫ উপসর্গের মধ্যে প্রথমেই যেটা সবার শরীরে দেখা দেয় সেটা হল সর্দি কাশি। দীর্ঘদিন ধরে সর্দিকাশিতে ভুগলে কোনো ভাবেই সেটা হালকা ভাবে নেবেন না। বিজ্ঞানীরা বলছেন সেটা করোনা সংক্রমণের উপসর্গ হতে পারে। সর্দিকাশিতে আক্রান্ত হওয়ার পর যদি কেউ আচ্ছন্ন হয়ে পড়েন তাহলে সেটা করোনা সংক্রমণের আরও প্রকট উপসর্গ হতে পারে। সর্দি কাশির জেরে অনেকেই দৈনন্দিন কাজ থেকেও অনিহা দেখা দিতে পারে। সর্দি কাশিতে আক্রান্ত হলেই অনেকেই বাড়িতে ছোট খাট টোটকা মেনে ওষুধ খান। সর্দি কাশি হলেই অনেকে আদা দেওয়া চা পান করেন। সেটা করোনার ক্ষেত্রেও ভাল বলে মনে করছেন গবেষকরা।

সর্দি জলের মত নাক দিয়ে গড়াতে পারে। এটা করোনার অন্যতম উপসর্গ। প্রথম সব ওয়েভের ক্ষেত্রেই সেটা দেখা গিয়েছে। কাজেই মরশুম বদলের সময় অনেকেরই সর্দি-কাশি হয়ে থাকে। সেটাকে হালকা ভাবে নিলে হবে না। করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও এটা হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। এর পাশাপাশি নাক বন্ধ হয়ে যাওয়াও একটা বড় উপসর্গ হতে পারে করোনা সংক্রমণের। সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়া তার জেরে শ্বাস কষ্ট শুরু হয়ে যায়। করোনা ভাইরাস নাকের অক্সিজেন প্রবেশের পথ বন্ধ করে দেয় সেকারণেই শ্বাসকষ্ট শুরু হয়।

মাথা ব্যাথা আর গলা ব্যাথা করোনা ভাইরাসের আরেক উপসর্গ। সর্দি-কাশির পাশাপাশি মাথা ব্যাথা আর গলা ব্যাথা খুব সহজ একটা বিষয়। সেকারণে অনেকেই হয়তো সেটাকে গুরুত্ব দিতে চান না। সেটাকে সহজভাবে নিতে নারাজ গবেষকরা। তাঁরা জানিয়েছেন করোনা সংক্রমণরে কারণেও এগুলি হতে পারে।

দীপাবলিতে মুহুরত ট্রেডিংয়ে লম্বা লাফ, সেনসেক্স বাড়ল ৬৫০! নিফটিও হল ঊর্ধ্বমুখীদীপাবলিতে মুহুরত ট্রেডিংয়ে লম্বা লাফ, সেনসেক্স বাড়ল ৬৫০! নিফটিও হল ঊর্ধ্বমুখী

English summary
5 Symptom after of Corona infection after vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X