ইংল্যান্ডেও বিরাটের সঙ্গীনি অনুষ্কা!

সূত্রের খবর অনুযায়ী, বুধবারদিন সন্ধেবেলায় লন্ডনে এই দুই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গিয়েছে। যে হোটেলে ভারতীয় ক্রিকেট দল থাকছেন, সেই হোটেল থেকেই প্রেমিকা অনুষ্কার সঙ্গে বিরাটকে বেরতে দেখা গিয়েছে।
১৩ জুলাই প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শেয় হওয়ার পর থেকেই লন্ডনে রয়েছেন অনুষ্কা। সূত্রের খবর অনুযায়ী, এক নয়, একাধিকবার এই প্রেমিক যুগলকে দেখা গিয়েছে একে অপরের সঙ্গে। এবং বেশে হাসি খুশি আনন্দেই সময় কাটিয়েছেন এই দুই স্ব স্ব ক্ষেত্রে জনপ্রিয় তারকা।
দীর্ঘদিন ধরেই অনুষ্কা বিরাটের প্রেমের গল্প আকাশে বাতাসে ভাসছে। তবে এ বিষয়ে কিন্তু খোলসা করে কিছুই বলছেন না তাঁরা নিজে। তবে বারবার বিভিন্ন জায়গায় একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গিয়েছে এই দুই জনপ্রিয় তারকাকে। সম্প্রতি মে মাসে অনুষ্কার জন্মদিন পালন করতে যোধপুর উড়ে যান জনপ্রিয় এই ক্রিকেটার। যোধপুরে তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন অনুষ্কা।
শুধু যোধপুরই নয় এর আগে নিউজিল্যান্ডে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে দেখা গিয়েছে। সে সময়ে নিউজিল্যান্ডে ভারতের ক্রিকেট সিরিজ চলছিল। আসলে ২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে একে অপরকে ডেট করছে অনুষ্কা ও বিরাট। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে কিছুদিন অনুষ্কার বাড়িতেও ছিলেন বিরাট।
সর্বেশেষ আপডেট হচ্ছে, বৃহস্পতিবার লর্ডসের মাঠে বিরাটের জন্য গলা ফাটাতে শোনা গিয়েছে অনুষ্কাকে। খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পরই হোটেলে ফিরে যান অনুষ্কা। এদিন একটি সাদা টপ ও বেজ রংয়ের হট প্যান্ট পরেছিলেন অনুষ্কা। সুন্দরী অনুষ্কার দিকে চোখ আটকেই ২৫ রানে আউট হননি তো বিরাট?