অনুরাগ ঠাকুর, পরবেশ কুমারকে প্রচার তালিকা থেকে সরানো হবে না, কমিশনকে জানাল বিজেপি
প্রচারে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির তারকা প্রচারক অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মা। কমিশন তাঁদের নির্বাচনী তালিকা থেকে বাদ দিতে বলেছিল। তার পাল্টা জবাবে দিল্লি বিজেপির পক্ষ থেকে জানোন হয় তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ দেওয়া হবে না তাঁদের।

দিল্লির বিজেপির মিিডয়া ইনচার্জ অশোক গোয়েল জানিয়েছেন কমিশন অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মাকে প্রচারের তালিকা েথকে বাদ দিতে বলেছিল। প্রচার থেকে বাদ দিতে বলেনি। কাজেই তালিকায় না থাকলেও তাঁরা প্রচারে যাবেন বলে জানিয়েছেন তিনি। দিল্লিতে নির্বাচন কমিশনের ভোট প্যানেলে গিয়ে একথা তিনি জানিয়ে দেবেন বলে জানিয়েছে অশোক গোয়েল। কোনও ভাবেই তাঁদের প্রচার থেকে বাদ দেওয়া হবে না।
প্রচারে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মা। দেশের বিশ্বাস ঘাতকদের গুলি করে মারা কথা বলেছিলেন আনুরাগ ঠাকুর। অন্যদিকে পরবেশ বর্মা দাবি করেছিলেন শাহিনবােগর প্রতিবাদীরা ঘরে ঢুকে মেয়ে বোনেদের ধর্ষণ করে তাদের হত্যা করবে। তারপরেই প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানায় কংগ্রেস।