For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত দেহের চোখ খুবলে খাচ্ছে পিঁপড়ে, মধ্য প্রদেশে সাসপেন্ড ৫ চিকি‌ৎসক

মৃত দেহের চোখ খুবলে খাচ্ছে পিঁপড়ে, মধ্য প্রদেশে সাসপেন্ড ৫ চিকি‌ৎসক

Google Oneindia Bengali News

কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। ভোপাল থেকে ২৯০ কিলোমিটার দূরে শিবপুরীতে সরকারি হাসপাতালে মৃতদেহের চোখ পিঁপড়ে খুবলে খাওয়ার ঘটনা রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। মান বাঁচাতে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী কমলনাথ। শেষে হাসপাতালের এক সার্জেন সহ পাঁচ চিকি‌ৎসককে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

মৃত দেহের চোখ খুবলে খাচ্ছে পিঁপড়ে, মধ্য প্রদেশে সাসপেন্ড ৫ চিকি‌ৎসক

শিবপুরী জেলা হাসপাতালে মৃতদেহের খোলা চোখের উপর দিয়ে পিঁপড়ে ঘুরে বেরাচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরেই নড়েচড়ে বসে সরকার। ভিডিওটি দেখার পরেই মুখ্যমন্ত্রী কমল নাথ টুইটে লিখেছিলেন, ঘটনাটি অত্যন্ত বেদানা দায়ক। এইরকম ঘটনা মানবিকতার পরিপন্থী বলেই লিখেিছলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছিলেন এই অবহেলায় জড়িত দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। তারপরেই হাসপাতালের পাঁচ চিকি‌ৎসককে সাসপেন্ড করা হয়।

জানা গিয়েেছ যক্ষায় আক্রান্ত ৫০ বছরের বালচন্দ্র লোধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মঙ্গলবার। পাঁচ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। ওয়ার্ডের অন্যান্য রোগীর পরিবারের লোকেরা তাঁর মৃত্যুর খবর হাসপাতালের চিকি‌ৎসক এবং কর্মীদের জানালেও কেউ দেখার প্রয়োজন মনে করেনি বলে অভিযোগ। দেহ দীর্ঘক্ষণ একই জায়গাতে পড়েছিল। অভিযোগ চিকি‌ৎসকরা তাঁকে না ছুঁয়েই মৃত বলে জানায়। এমনকী হাসপাতালের দুই কর্তব্যরত নার্সও পিঁপড়ে গুলি সরানোর চেষ্টা করেনি। তাঁর স্ত্রী রেশমি লোধি শেষে পিঁপড়ে গুলি চোখ থেকে সরানোর চেষ্টা করছিলেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

English summary
Ants crawling over the eyes of a dead man five doctors have been suspended in MP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X