For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-বিরোধী মহাজোটে নেই মমতার তৃণমূল! কংগ্রেসের নেতৃত্বেই বিজেপি হটানোর ডাক

রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে শাসক বিজেপির কৌশলে জোর ধাক্কা খেয়েছিল মহাজোট। সেই ধাক্কা ভুলে ফের এক হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেসের নেতৃত্বে সেই মহাজোট হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে শাসক বিজেপির কৌশলে জোর ধাক্কা খেয়েছিল মহাজোট। সেই ধাক্কা ভুলে ফের এক হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেসের নেতৃত্বে সেই মহাজোট হচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই মহাজোটে নেই তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

মোদী-বিরোধী মহাজোটে নেই মমতার তৃণমূল! কংগ্রেসের নেতৃত্বেই বিজেপি হটানোর ডাক

এই মহাজোট আসলে প্রত্যেকটি বিজেপি বিরোধী দলের যুব সংগঠন। বিজেপিকে হটাতে এবার তারা যৌথ প্রচার চালাবে। সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লিতে জোটবদ্ধ হচ্ছে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি। এই জোটে থাকছে সমাজবাদী পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, রাষ্ট্রীয় লোকদল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, ন্যাষনাল কনফারেন্স, ডিএমকে-সহ অন্যান্য দলগুলির যুব শাখা। এখনই এই জোটে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি।

এই জোটের মূল উদ্দেশ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের বিরোধিতা করা। সরকারের ভুল দেশের মানুষের সামনে তুলে ধরা। দেশের তরুণ প্রজন্মের কাছে পৌঁছতেই বিজেপি বিরোধী দলগুলি সার্বিকভাবে এই পন্থা নিয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, দেশের ভবিষ্যতের কথা ভেবেই এই জোট গড়ে তোলা হয়েছে। তরুণ প্রজন্মই ভারত গড়ে তুলবে। আমরা সরকারের ভুল কাজকর্ম প্রকাশ্যে নিয়ে আসব মিলিতভাবে।

[আরও পড়ুন:অনুব্রতকে নিয়ে তৃণমূলের সাফাই! 'কেষ্ট যা করে সবই লীলা', কটাক্ষ বিরোধীদের][আরও পড়ুন:অনুব্রতকে নিয়ে তৃণমূলের সাফাই! 'কেষ্ট যা করে সবই লীলা', কটাক্ষ বিরোধীদের]

কিন্তু প্রশ্ন উঠেছে, কেন মোদী বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ হওয়া সত্ত্বেও তৃণমূল নেই? মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মোদী বিরোধিতার অন্যতম প্রধান মুখ। মহাজোটের সবথেকে বড় দল হিসেবে কংগ্রেস থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিুক দলের নেত্রী হিসেবে মোদী বিরোধিতায় প্রথম সারিতে উঠে এসেছেন।

[আরও পড়ুন: ২০০৭-এ হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা! দোষী সাব্যস্ত ২][আরও পড়ুন: ২০০৭-এ হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা! দোষী সাব্যস্ত ২]

তাই এই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের না থাকা বিস্মের বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আম আদমি পার্টির যুব শাখাও নেই মহাজোটে। উল্লেখ্য, রাজ্যসভার ভাইস চেয়ারম্যান নির্বাচন থেকেই বেঁকে বসেছে তারা। লোকসভাতেও তারা এককভাবে লড়বে বলে জানিয়ে দিয়েছে।

[আরও পড়ুুন: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী! নতুন বিশ্ববিদ্যালয়কে ঘিরে উন্মাদনা][আরও পড়ুুন: পাহাড় সফরে মুখ্যমন্ত্রী! নতুন বিশ্ববিদ্যালয়কে ঘিরে উন্মাদনা]

English summary
Anti Modi alliance is building in Delhi except Trinamool Congress. Youth wings of all party is united against BJP government,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X