For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CAA বিরোধী বিক্ষোভে মৃতদের ক্ষতিপূরণ দিল্লি ওয়াকফ বোর্ড থেকে কর্ণাটক সরকারের

বিক্ষোভে মৃতদের ক্ষতিপূরণ দিল্লি ওয়াকফ বোর্ড থেকে কর্ণাটক সরকারের

  • |
Google Oneindia Bengali News

গত কয়েক সপ্তাহে গোটা দেশ অগ্নিগর্ভ এক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি , কর্ণাটক, উত্তরপ্রদেশে একাধিক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের কয়েকজনের মৃত্যুর খবরও উঠে আসে। আর তার জেরেই এবার দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে মৃতদের ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ক্ষতি পূরণ ঘোষণা করেছে কর্ণাটকও।

দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে আমানাতুল্লাহ কী বলেছেন?

দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে আমানাতুল্লাহ কী বলেছেন?

দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে আপ- পার্টির বিধায়ক আমানতুল্লাহ জানিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধাচরণ করতে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে ৫.৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এক ফেসবুক পোস্টে তিনি এই ম-ত্যু নিয়ে নিয়ে পুলিশের দিকে নিশানা তাক করেছেন।

কর্ণাটক সরকারের ঘোষণা

অন্যদিকে, বিজেপি শাসিত কর্ণাটক সরকারের পক্ষ থেকেও কর্ণাটকে অশান্তির জেরে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। সেরাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরপ্পা জানিয়েছেন, যে গত ডিসেম্বরের ১৯ তারিখ ম্যাঙ্গালোরে নাগরিকত্ব ইস্যুতে বিক্ষোভের মধ্যে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

ম্যাঙ্গালোরে ৬টা পর্যন্ত শিথিল কার্ফু

ম্যাঙ্গালোরে এদিন সন্ধ্যে ৬ টা পর্যন্ত শিথিল করে দেওয়া হয়েছে কার্ফু। এর আগে সেখানে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ এর প্রতিবাদে মৃত্যু হয়েছে ২ জনের। এরপর থেকেই এলাকা রীতিমতো অগ্নিগর্ভ হয়ে যায়। যার ফলে কার্ফু জারি করতে বাধ্য হয় প্রশাসন।

তৃণমূলের প্রতিনিধি দল এলে তাদের ফিরিয়ে দেওয়া হবে, জানালেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপিতৃণমূলের প্রতিনিধি দল এলে তাদের ফিরিয়ে দেওয়া হবে, জানালেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি

English summary
Anti CAA protest, Delhi Waqf Board to give Rs 5.5 lakh each to kin of those killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X