For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রে বিজেপিকে সরাতে এক ছাতার তলায় দক্ষিণ ভারতের দলগুলি

লোকসভা নির্বাচনে বিজেপিকে সরাতে হবে। এখন প্রায় এই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন বিরোধী নেতারা।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে বিজেপিকে সরাতে হবে। এখন প্রায় এই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন বিরোধী নেতারা। যে যেখানে পারছেন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। একদা এনডিএ-র গুরুত্বপূর্ণ সঙ্গী অন্ধ্রপ্রদেশের টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু তেলাঙ্গানায় কংগ্রেসের সঙ্গে জোট করেছেন। তারপর কর্ণাটকে গিয়ে জেডিএসের নেতা এইচডি দেবগৌড়ার সঙ্গে দেখা করে এসেছেন। এবার তিনি পৌঁছে গেলেন সোজা তামিলনাড়ু।

তামিলনাড়ুতে চন্দ্রবাবু

তামিলনাড়ুতে চন্দ্রবাবু

তামিলনাড়ুতে গিয়ে ডিএমকে প্রধান এমকে স্তালিনের সঙ্গে দেখা করে বিরোধী ঐক্য মজবুত করার চেষ্টা করলেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইড়ু। সেই সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমকে নেত্রী কানিমোড়িও।

জোট বার্তা বিরোধীদের

জোট বার্তা বিরোধীদের

চন্দ্রবাবু নাইড়ু বলেন, কংগ্রেস মূল বিরোধী শক্তি। তাদের সারা দেশ শক্তি রয়েছে। আমরা আঞ্চলিক নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শক্তিশালী, ডিএমকে তামিলনাড়ুতে শক্তিশালী। কংগ্রেসের সঙ্গে মতভেদ থাকলেও দেশকে ও গণতন্ত্রকে বাঁচাতে আমরা এক হয়েছি।

মোদীর চেয়ে এগিয়ে বিরোধীরা

মোদীর চেয়ে এগিয়ে বিরোধীরা

চেন্নাইয়ে বৈঠকের পর ডিএমকে নিয়ে কথা বলতে গিয়ে চন্দ্রবাবু নাইড়ু বলেন, তামিলনাড়ুর জন্য বিজেপি কিছু করেনি। এমনকী স্তালিনকে মোদীর থেকে ভালো বলে তিনি দাবি করেছেন। তবে নিজেকে ইউনাইটেড ফ্রন্টের মুখ বলতে রাজি নন চন্দ্রবাবু। এদিকে স্তালিনও চন্দ্রবাবুকে সমর্থনে রাজি হয়েছেন।

কর্ণাটকেও জেডিএসের সঙ্গে জোট

কর্ণাটকেও জেডিএসের সঙ্গে জোট

এর আগে কর্ণাটকে এসে জেডিএস নেতা এইচডি দেবগৌড়া ও তাঁর পুত্র তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা করে জোটবার্তা দেন। বিজেপিকে হারাতে দুই দল জোটের অংশ হবে বলেও ঠিক হয়েছে। ফলে সবমিলিয়ে দক্ষিণের তিনটি বড় দল লোকসভা ভোটে একই ছাতার তলায় আসতে চলেছে বলে ধরে নেওয়া যেতে পারে।

English summary
For anti-BJP front, South Indian regional parties uniting for Lok Sabha polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X