For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বিপিও-র দুই পুরুষ কর্মীকে যৌন হেনস্থা, ছিনতাই বেঙ্গালুরুতে!

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৮ অক্টোবর : মাত্র ৩ দিন আগেই বেঙ্গালুরু শহরে কলসেন্টারের এক মহিলা কর্মীকে গণধর্ষণের ঘটনা ঘটে। আর এবার ফের অপরাধের নিশানায় কলসেন্টারের কর্মী। তবে এবার মহিলা নয়, নির্যাতিত পুরুষ কর্মী। কলসেন্টারের দুই পুরুষ কর্মীকে যৌন হেনস্থা ও ছিনতাইয়ের অভিযোগ উঠল। [বন্দুকের নিশানায় রেখে এক পুরুষকে গণধর্ষণ দুই মহিলার]

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর। তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে বুধবারই। রোজকার মতো একটি টেম্পো ট্রাভেলারে করে অফিস যাচ্ছিলেন দুই বিপিও কর্মী। পথে একটি গাড়ির সঙ্গে ছোট একটি সংঘর্ষ হয় টেম্পোটির। [মহারাষ্ট্রে ৭ বছরের বালকের উপর যৌন অত্যাচারের পর গায়ে আগুন দেওয়ার অভিযোগ]

বিপিও-র দুই পুরুষ কর্মীকে যৌন হেনস্থা, ছিনতাই বেঙ্গালুরুতে

এরপর টেম্পো ট্রাভেলার ও গাড়ির চালকের মধ্যে তর্কাতর্কি ক্রমশই হিংস্র রূপ নিতে শুরু করে। বিপিও-র ওই দুই কর্মী তাদের ক্যাবের চালককে সাহায্য করতে এগিয়ে এলে টেম্পোর চালক-সহ ওই দুই বিপিও কর্মীকে বিবস্ত্র করে যৌন অত্যাচার চালানো হয় বলে অভিযোগ উঠেছে। [(ভিডিও) উলটপুরাণ: অটো চালককে 'ধর্ষণের চেষ্টার' অভিযোগে গ্রেফতার এক মহিলা!]

পুলিশের তরফে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর সাড়ে তিনটে নাগাদ বিপিওটির অফিস ক্যাবে বিটিএম লেআউট থেকে ওই দুই কর্মী চড়েন। একটু এগোতেই সেই পথদুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত কিরণ ও সতীশ টেম্পোর চালকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তারা দুর্ঘটনায় গাড়ির ক্ষতির জন্য টাকা চাইতে শুরু করে টেম্পোর চালকের কাছ থেকে। চালক টাকা দিতে অস্বীকার করলে কিরণ ও সতীশ তাঁকে বেদম মারতে শুরু করে। টেম্পো ট্র্যাভেলারে বসে থাকা কর্মীরা তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে এসে পরিস্থিতি সামলাতে যায়। [ফেসবুকে ইঞ্জিনিয়ারের 'মধু ফাঁদে' পা দিয়ে যৌন শোষণের শিকার মুম্বইয়ের কিশোর]

কিরণ ও সতীশকে আটকাতেই তারা জোর করে সবাইকে গাড়িতে তুলে চালককে গাড়ি চালাতে বাধ্য় করে। এরপর গাড়ি একটি নির্জন জায়গায় পৌঁছতেই অভিযুক্তরা তাদের মারধর করে, যৌন হেনস্থা চালায়, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। তারপর ওই কর্মীদের থেকে ৬০০ টাকা, ৩টি মোবাইল ফোন এবং এটিম কার্ড ছিনিয়ে নেয়।

ছিনতাই ও যৌন অত্যাচার চালানোর পর অভিযুক্তরা তাদের আর এক সঙ্গি সতীশ কুমারকে ফোন করে। সে এসে অভিযুক্ত দুই ব্যক্তিকে নিয়ে পালিয়ে যায়। [সমকামী হওয়ার অপরাধে আমেদাবাদে দুই পুলিশের হাতে ধর্ষিত যুবক]

এরপরই ওই দুই কর্মী মাইকো লেআউট থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগে যৌন হেনস্থার কথা জানাননি নির্যাতিতরা। পরে জিজ্ঞাসাবাদ করার সময় একথা স্বীকার করেছেন তারা। [রাজস্থান : ধর্ষণের অভিযোগে ব্যক্তির যৌনাঙ্গ কেটে 'উচিত শিক্ষা' দিল ক্ষুব্ধ জনতা]

বুধবার মাইকো লেআউট থেকে কিরণ, সতীশ ও সতীশ কুমার নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই বেঙ্গালুরুর বাসিন্দা। প্রত্যেকের বয়স ২০-২৫ বছরের মধ্যে।

English summary
Another Shocker: Now, male BPO employees stripped, sexually assaulted in Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X