ফের শিরোনামে উন্নাও! ধর্ষণে অভিযুক্ত ছাড়া পাওয়ায় গায়ে আগুন অভিযোগকারিনীর
ফের খবরের শিরোনামে উন্নাও। ফের ধর্ষণে অভিযুক্ত ছাড়া পাওয়ায় অভিযুক্তের গায়ে আগুন দেওয়ার অভিযোগ। ২৩ বছরের মহিলা সোমবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। পুলিশ সুপারের অফিসের বাইরে এই ঘটনা ঘটে।

সোমবারই দিল্লির আদালত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারকে দোষী সাব্যস্ত করেছে। সেই দিনেই উন্নাওয়ে ঘটল অভিযোগকারিনীর আত্মহত্যার চেষ্টা। অভিযোগ গত প্রায় বছর দশ ধরে অভিযোগকারিনীকে যৌন নির্যাতন করত অভিযুক্ত। ২৫ বছরের সেই অভিযুক্ত সম্প্রতি অন্তবর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছে।
জানা গিয়েছে প্রায় ৭০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থান ওই মহিলাকে কানপুরের হ্যালেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিনে এই আত্মহত্যার চেষ্টার পরেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ফের গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অওদেশ সিংকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেরোসিন সঙ্গে করে নিয়ে এসেছিলেন ওই মহিলা। আগুন লাগানোর পর পুলিশ সুপারের অফিসের দিকে ছুটে যান ওই মহিলা। পুলিশ অফিসাররা সেই সময় আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। উন্নাওয়ের পুলিশ সুপার জানিয়েছেন ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের কাছে করা অভিযোগ ওই মহিলা বলেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে ১০ বছর ধরে তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। এরপর যখন অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়, তখন সে অভিযোগকারিনীকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।
উন্নাওয়ের পুলিশ সুপার বিক্রান্ত বীর জানিয়েছেন, শুক্রবার ধর্ষণের মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে অওদেশ সিংয়ের নাম রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রায় একই এক ঘটনায় ৫ ডিসেম্বর ২৩ বছরের অভিযোগকারিনীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল ৫ অভিযুক্ত। ৭০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করানো হলেও হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।