For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেগাসাসের পর নতুন ভাইরাস, হোয়াটসঅ্যাপে আসা ভিডিও মেসেজ থেকে সাবধান!

পেগাসাসের পর হোয়াটস্যাপের সুরক্ষায় নতুন ফাঁক সামনে এল এবার। সুরক্ষার এই হুমকিকে 'তীব্র' আখ্যা দিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম।

Google Oneindia Bengali News

পেগাসাসের পর হোয়াটস্যাপের সুরক্ষায় নতুন ফাঁক সামনে এল এবার। সুরক্ষার এই হুমকিকে 'তীব্র' আখ্যা দিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম। নতুন এই ম্যালওয়ারটি যেকোনও ভিডিও ফাইলের মাধ্যমে ফোনে ঢোকানো যায়। অর্থাৎ, আপনাকে কেই ভিডিও ফাইল পাঠালে তা আপনি ডাইনলোড করলে আপনার ফোনের সমস্ত তথ্য চলে যআবে সেই ব্যক্তির হাতের মুঠোয়। অবশ্য হোয়াটস্যাপ এই বিষয়টিকে মোকাবিলা করার জন্য নতুন আপডেট এনেছে বলে জানিয়েছে।

২০টি দেশে নজরদারির চেষ্টা চালায় পেগাসাস

২০টি দেশে নজরদারির চেষ্টা চালায় পেগাসাস

প্রসঙ্গত কয়েকদিন আগেই খবর ছড়ায়, ভারত, আমেরিকা সহ মোট ২০টি দেশের উচ্চপদে থাকা সরকারি আধিকারিক ও সেনা কর্তার হোয়াটসঅ্যাপের উপর নজরদারি চালানো হয়েছে। ঠিক কী কারণে এই নজরদারি তা ঠিক স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, এর পিছনে কোনও কূটনৈতিক অভিসন্ধি থাকতে পারে। এবং এজন্য ইজরায়েলের হ্যাকিং টুল ডেভলপার এনএসও গ্রুপের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ একটি মামলা দায়ের করেছে।

পেগাসাস নিয়ে অজ্ঞানে ছিল ব্যবহারকারীরা

পেগাসাস নিয়ে অজ্ঞানে ছিল ব্যবহারকারীরা

'পেগাসাস' নামক স্পাইওয়্যারের মাধ্যমে এই আড়ি পাতার চেষ্টা চালানো হয়েছিল। হোয়াটসঅ্যাপের প্রযুক্তি ছিল এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ শুধুমাত্র যাঁদের মধ্যে ভয়েস বা ভিডিও কল কিংবা মেসেজ চালাচালি হচ্ছে, তাঁরা ছাড়া তৃতীয় পক্ষের কেউ জানতে পারবে না। সুরক্ষিত থাকবে গোপনীয়তা। কেউ সেটা দেখতে পারবে না। অন্য দিকে যাঁদের অ্যাকাউন্টে এই প্রযুক্তি ঢুকিয়ে আড়ি পাতার চেষ্টা হয়েছিল, তাঁরা এত দিন পর্যন্ত কিছু জানতে পারেননি।

১৪০০ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা

১৪০০ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা

হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ফোনে এই আড়ি পাতার চেষ্টা হয়েছে। হ্যাকিং রোধে হোয়াটসঅ্যাপের সঙ্গে কাজ করা সংস্থা সিটিজেন ল্যাব বিষয়টি খুঁজে বের করে। এ বছরের মে মাসে বিশ্বজুড়ে ১৪০০ ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনও অঘটন ঘটার আগেই হোয়াটসঅ্যাপের সুরক্ষা প্রযুক্তি ও সিটিজেন ল্যাব বিষয়টি ধরে ফেলে। ইজরায়েলের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা এনএসও এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ভারতের বেশ কিছু সরকারি আধিকারিকের কাছে ফোন করে গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কারণ তাঁদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।

পাকিস্তানি এয়ার ট্রাফিকের সাহায্যে রক্ষা পেল ১৫০ আরোহী সহ ভারতীয় বিমানপাকিস্তানি এয়ার ট্রাফিকের সাহায্যে রক্ষা পেল ১৫০ আরোহী সহ ভারতীয় বিমান

English summary
another malware after pegasus targeting WhatsApp with MP4 files
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X