নারকীয় হত্যালীলা জারি! মাসখানেক আগে কেরলে মুখে বাজি ফেটে মৃত্যু আরও এক হাতির
প্রতিবাদের আগুন নিভতে না নিভতেই আবারও বাজির আগুনে মৃত্যু হল দ্বিতীয় হাতির। এবার অকুস্থল সেই কেরল। তবে এটি ঘটেছে গত এপ্রিল মাসে। সূত্রের খবর, খাবার খেতে গিয়ে মুখের মধ্যে বিস্ফোরণ ঘটে ওই হাতির। এরপর মৃত্যুও হয় তার। ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলায়।

নৃশংস ভাবে হাতি হত্যায় ফুঁসছে নেটিজেন মহল
এদিকে গত ২৭শে মে অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে হত্যা করেছিল কেরলের পাল্লাকর জেলার একটি গ্রামের বাসিন্দারা। মুখে বাজি ফেটে যাওয়ার পর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গর্ভবতী হাতিটি প্রথমে নদীতে নেমে যায়। পড়ে সেখানেই মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তুমুল শোরগোল পড়েছে নেট। কেরলের মতো শিক্ষিত রাজ্যে এই নৃশংস হত্যা কাণ্ডের পর দোষীদের কড়া শাস্তির দাবিও উঠেছে। মুখ্যমন্ত্রী পিনরয় বিজয়ন গোটা ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

মাস খানেক আগে একইরকম ঘটনা ঘটে কোল্লাম জেলায়
এবার তার রেশ কাটতে না কাটতে প্রায় মাস খানেক আগে ঘটে যাওয়া আরও একটি হাতির নৃশংসভাবে হত্যাকাণ্ডের কথা সামনে এল। ঘটনাটি ঘটে কেরলের কোল্লাম জেলায়। সূত্রের খবর, খাবার খেতে গিয়ে মুখের মধ্যে শব্দ বাজী ফেটে যায় ওই হাতির। এতে তার চোয়ালও ভেঙে যায়। এরপরই গুরুতর আহত অবস্থায় হাতিটিকে পাঠানাপুরম জঙ্গল থেকে উদ্ধার করেন বন-দফতরের আধিকারিকেরা।

মুখ পুড়ছে পিনরয় বিজয়ন সরকারের
প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলে হাতিটি সেখান থেকে পালিয়ে যায়। যদিও বেশি দূর যেতে পারেনি সে। কয়েক কিলোমিটার যেতেই মাটিতে পড়ে মৃত্যু হয় তার। কেরলে পশুদের উপর বারংবার এই বর্বরোচিত আচরণের খবর স্বভাবতই মুখ পুড়ছে মুখ্যমন্ত্রী পিনরয় বিজয়নের। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের দায় ভার তুলে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের হাতে।

প্রতীকী ছবি
সোনার দামে পতন অব্যাহত! বিয়ের মরশুমে কলকাতার দর কত