For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকট বাড়ছে কংগ্রেসে, রাজস্থানে টলমল অবস্থার মধ্যেই মধ্যপ্রদেশে পদত্যাগ কংগ্রেস বিধায়কের

সংকট বাড়ছে কংগ্রেসে, রাজস্থানে টলমল অবস্থার মধ্যেই মধ্যপ্রদেশে পদত্যাগ কংগ্রেস বিধায়কের

Google Oneindia Bengali News

রাজস্থানে যখন চরমে কংগ্রেসের সংকট তখন আবার মধ্যপ্রদেশে পদত্যাগ করেন আরও এক কংগ্রেস বিধায়ক। আরও শক্তিক্ষয় হচ্ছে কমলনাথ শিবিরের। নেপানগড়ের কংগ্রেস বিধায়ক সুস্মিতা দেবি কেশদেকর পদত্যাগ করেছেন বিধানসভা থেকে। প্রাক্তন এআইসিসি প্রধান অরুণ যাদবের ঘনিষ্ঠ ছিলেন তিনি।

মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়কের পদত্যাগ

মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়কের পদত্যাগ

আরও দুর্বল হচ্ছে মধ্য প্রদেশের কমলনাথ শিবির। ভাঙন অব্যাহত। সংকট যেন আরও গভীর হচ্ছে কংগ্রেসে। পদত্যাগ করলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের আরও এক বিধায়ক। বিরোধী দলের ক্ষমতাও খর্ব করছে বিজেপি। নেপানগড়ের কংগ্রেস বিধায়ক সুস্মিতা দেবি কেশদেকর। কয়েকদিন আগেই বাবা মলহেরা নামে আরও এক কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেন।

২৪ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন

২৪ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন

এখনও পর্যন্ত ২৪ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছে মধ্য প্রদেশে। তারমধ্যে ২২ জন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেই কংগ্রেস েছড়েছিলেন। আর ২ জন পরে পদত্যাগ করেন। ক্রমশ শক্তি হারাচ্ছে কমলনাথ শিবির। কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ বলেই সেখানে কেউ থাকতে চাইছেন না এমনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা রজনীশ আগরওয়াল।

বিজেপিতে সিন্ধিয়া

বিজেপিতে সিন্ধিয়া

কমলনাথ সরকারের সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠায় দল ছাড়েন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বিজেপিতে যোগদান করেন। তারপরেই টলমল অবস্থায় পৌঁছে যায় কমলানাথ সরকার। ক্ষমতায় টিকে থাকার মতো সমর্থন জোগার করতে পারেননি তিনি। শেষে মুখ্যমন্ত্রী পদে বসেন শিবরাজ সিং চৌহান।

ক্ষোভ বাড়ছে কংগ্রেসের অন্দরে

ক্ষোভ বাড়ছে কংগ্রেসের অন্দরে

গেরুয়া ঝড়েও বেশ কয়েকটি বিধানসভা ভোটে কংগ্রেস সরকার গড়েছিল। কর্নাটক, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। কিন্তু তিন রাজ্যের ক্ষেত্রেই কংগ্রেসের অন্দরে প্রবল বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছিল। যার সুযোগ নেয় কংগ্রেস। কর্নাটক এবং মধ্য প্রদেশে সফল হওয়ার পর এখন রাজস্থানকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি।

চড়ছে বিহার নির্বাচনের পারদ! রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে সতর্ক করে স্মারকলিপি বিরোধীদের চড়ছে বিহার নির্বাচনের পারদ! রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কমিশনকে সতর্ক করে স্মারকলিপি বিরোধীদের

English summary
Another Congress MLA of Madhya Pradesh resign from assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X