For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহামারী আবহে ফের আসন্ন বাজেট, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কোন নীতি নেবে মোদী সরকার?

মহামারী আবহে ফের আসন্ন বাজেট, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কোন নীতি নেবে মোদী সরকার?

Google Oneindia Bengali News

আবারও করোনা আবহে বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। করোনা সংক্রমণের থার্ড ওয়েভের প্রভাব পড়বে বাজেটে। এমনই মনে করছেন অর্থনীতিবিদরা। করোনা সংক্রমণের প্রথম থাক্কায় কেন্দ্র প্রায় কোষাগার খুলে দিয়েছিল দেশবাসীর জন্য। আত্ননির্ভর ভারত প্রকল্পে একাধিক অনুান ঘোষণা করেছিল মোদী সরকার। কোনা সংক্রমণের সেকেন্দ ওয়েভের প্রভাব পড়েছিল বাজেটে। থার্ড ওয়েভের প্রভাব পড়বে এবারের বাজেটে বলে মনে করা হচ্ছে।

করোনা সংক্রমণে অর্থনীতিতে ধাক্কা

করোনা সংক্রমণে অর্থনীতিতে ধাক্কা

করোনা সংক্রমণে ব্যপক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। জিডিপি থেকে শুরু করে দেশের দেশের একাধিক ক্ষেত্রে বিপুল প্রভাব পড়েছে। মুদ্রাস্ফীতি রেকর্ড হারে বেড়েছে। কর্মসংস্থানে কোপ পড়েেছ মানুষের। কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। সেই ধাক্কা সামাল দিতে মোদী সরকার একাধিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তাতে কোষাগার প্রায় খালি হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার পরে আবার করোনার থার্ড ওয়েভের ধাক্কায় ফের অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে।

কেন্দ্রীয় বাজেটে ওমিক্রন এফেক্ট

কেন্দ্রীয় বাজেটে ওমিক্রন এফেক্ট

করোনা আবহেই ফের কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। ফেব্রুয়ারিতেই বাজেট পেশ করবে মোদী সরকার। একদিকে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আরেক দিকে ওমিক্রন থাবা। দুয়ের প্রভাবইএবার কেন্দ্রীয় বাজেটে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নতুন করো আশার খবর শোনাতে পারবেননা নির্মলা সীতারামন। এমনিতেই অর্থনীতি চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট অপরিবর্তিত রেখেছে। কাজেই নতুন কিছু মোদী সরকার শোনাতে পারবে বলে মনে হচ্ছে না এবারের কেন্দ্রীয় বাজেটে।

রেকর্ড মুদ্রাস্ফীতি

রেকর্ড মুদ্রাস্ফীতি

করোনা সংক্রমণের কারণে মুদ্রাস্ফীতি অস্বাভাবিক আকার নিয়েছে। দেশে মুদ্রাস্ফীতি ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসে মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে তাতে ১২ বছরে রেকর্ড গড়ে ফেলেছে। করোনা সংক্রমণের কারণেইএই দ্রব্যমূল্য বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। তারমধ্যে আবার পেট্রোল -ডিজেলের দামবৃদ্ধি ভয়াবহ আকার নিয়েছে। করোনা সংক্রমণের কারনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

জিডিপিতে প্রভাব

জিডিপিতে প্রভাব

করোনা সংক্রনণের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল দেশের অর্থনীতি। উৎসবের মরশুমে ভালই বাণিজ্য হয়েছিল দেশে। কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টের হানায় ফের বাণিজ্যে ধাক্কা এসেছে। একাধিক জায়গায় করোনা বিধি জোরদার করা হয়েছে। দোকান বাজারও ফের দফায় দফায় বন্ধ রাখা হচ্ছে। ফলে তার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিেত। ২০২২ সালে ফের করোনা সংক্রমণের প্রভাব পড়বে অর্থনীতিতে।

English summary
Union Budget update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X