For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাহারার অ্যাম্বি ভ্যালি নিলামে তোলার নির্দেশ সুপ্রিম কোর্টের

অবশেষে সাহারার অ্যাম্বি ভ্যালি নিলামে তোলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে বেশ কয়েকবার সর্বোচ্চ আদালতের তরফে সাহার কর্ণধার সুব্রত রায়কে বিনিয়োগকারীদের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : অবশেষে সাহারার অ্যাম্বি ভ্যালি নিলামে তোলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে বেশ কয়েকবার সর্বোচ্চ আদালতের তরফে সাহার কর্ণধার সুব্রত রায়কে বিনিয়োগকারীদের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কোনওবারই আদালতের নির্দেশে কর্ণপাত করেননি সুব্রত রায়।

এদিন নির্দেশ দেওয়ার পাশাপাশি সাহারা কর্ণধার সুব্রত রায়কে নিজের প্রতিশ্রুতি না রাখার জন্য আদালত ভর্ৎসনা করে। কারণ এর আগে সেবির মাধ্যমে বিনিয়োগকারীদের ২৫ হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেও তা রাখেননি সুব্রত।

সাহারার অ্যাম্বি ভ্যালি নিলামে তোলার নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিন আদালত জানিয়েছে, আদালতের তরফে যে ছাড় দেওয়া হয়েছিল তার অসদ্ব্যবহার করেছেন সুব্রত রায়। এর আগে নানা ঘটনায় বারবার প্যারোলে ছুটি চেয়ে আদালত তা মঞ্জুর করেছে, তবে তার বদলে আদালতকে দেওয়া কথা রাখা হয়নি। আর সেজন্যই এদিন বিচারপতি দীপক মিশ্র, রঞ্জন গগৈ ও একে সিকরির বেঞ্চ কড়া ব্যবস্থা নিয়েছেন।

১৭ এপ্রিল পর্যন্ত বকেয়া থাকা ১৪ হাজার কোটি টাকার মধ্যে ৫ হাজার কোটি টাকা অ্যাম্বি ভ্যালি বিক্রি করে সাহারার থেকে টাকা তোলা হবে বলে মার্চে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এই সম্পত্তির দাম ৩৪ হাজার কোটি টাকা বলে সাহারার তরফে জানানো হয়েছিল।

প্রসঙ্গত ২০১২ সালের অগাস্টে সাহারাকে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে বলে সুপ্রিম কোর্ট। কারণ সাহারা রিয়েল এস্টেট ও সাহারা হাউসিং অবৈধভাবে বিনিয়োগকারীদের থেকে ৩ হাজার কোটি টাকা তুলেছে।

English summary
Annoyed SC orders auction of Sahara's pricey Aamby Valley property
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X