For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনের আগে অনশনে আন্না! নতুনভাবে আন্দোলনের রাস্তায় বর্ষীয়ান সমাজকর্মী

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই বিভিন্ন রাজনৈতিক দল নিজের মত করে সমীকরণ নিয়ে ব্যস্ত। একাধিক অ্যাজেন্ডা, প্রতিশ্রুতি নিয়ে বহু রাজনৈতিক দলই সভা সমিতি নিয়ে এগিয়ে চলেছে। উঠে আসছে রাজনৈতিক হিংসার ছবিও।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই বিভিন্ন রাজনৈতিক দল নিজের মত করে সমীকরণ নিয়ে ব্যস্ত। একাধিক অ্যাজেন্ডা, প্রতিশ্রুতি নিয়ে বহু রাজনৈতিক দলই সভা সমিতি নিয়ে এগিয়ে চলেছে। উঠে আসছে রাজনৈতিক হিংসার ছবিও। এরই মধ্যে আজ থেকে ফের একবার অনশনের রাস্তায় হাঁটতে চলেছেন সমাজকর্মী আন্না হাজারে।

লোকসভা নির্বাচনের আগে অনশনে আন্না! নতুনভাবে আন্দোলনের রাস্তায় বর্ষীয়ান সমাজকর্মী

এবার আন্না হাজারের নিশানায় নরেন্দ্র মোদী। আন্না হাজারের লক্ষ্য লোকপাল বিল। আর নরেন্দ্র মোদীর ৫ বছরের শাসনকালে লোকপাল আইন নিয়ে মোদী সরকারের কোনও উদ্য়োগ নেই বলে মনে করেন আন্না হাজারে । তিনি বলেছেন, 'নরেন্দ্র মোদী সরকারের মনে যদি মনের মধ্যে থাকতই (লোকপাল বিল) তাহলে ৫ বছর লাগত না।' উল্লেখ্য, লোকপাল বিল নিয়ে সরকার এগিয়ে গেলেও লোকপাল নিযুক্তিকরণের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে প্রশাসন।

আজ থেকে মহারাষ্ট্রের লারেগাঁও সিদ্ধিতে অনশনে বসতে চলেছেন আন্না হাজারেএর আগে ২০১১ -১২ সালে দিল্লির রামলীলা ময়দানে লোকপাল আইনের পক্ষে সওয়াল করে রামলীলা ময়দানে ঐতিহাসিক অনশন মঞ্চেঅবস্থান শুরু করেছিলেন। যে মঞ্চে যোগ দেন অরবিন্দ কেজরিওয়ালও। তারপর আন্নার দেখানো পথ ছেড়ে আলাদা ভাবে নিজের রাজনৈতিক দল 'আপ' গঠন করেন অরবিন্দ কেজরিওয়াল। আর সেই দলের নেতৃত্ব দিয়ে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

English summary
Anna Hazare to start fasting on Lokpal issu from today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X