For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আন্নাকে খুন করে নাথুরান গডসে হতে চাই', হুমকি কানাডাবাসী ভারতীয়র

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ মার্চ : বেশ কিছুদিন ধরে ফেসবুকে প্রাণনাশের হুমকি বার্তা পাচ্ছেন গান্ধীবাদী প্রবীন সমাজসেবী আন্না হাজারে।

সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ে পুলিশ কানাডাবাসী এক ভারতীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

'আন্নাকে খুন করে নাথুরান গডসে হতে চাই', হুমকি কানাডাবাসী ভারতীয়র

আন্নার অফিসসূত্রে জানানো হয়েছে গত ২৪-২৫ জানুয়ারি ফেসবুকে তাঁকে হুমকি বার্তা পাঠানো হয়। থানে পুলিশের পাশাপাশি এই হুমকির কথা মহারাষ্ট্রের ডিজিকেও লিখিতভাবে জানানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, কানাডাবাসী ভারতীয় গগন বিধু ২৪ ফেব্রুয়ারি দুপুরবেলা ফেসবুকে একটি পোস্ট করেন। যাতে বলা হয়, "আন্না হাজারেকে খুন করার সময় এসেছে। আমি খুব শীঘ্রই নাথুরাম গডসে হতে চলেছি।"

এর পর ২৫ ফেব্রুয়ারি আরও একবার তিনি একটি পোস্ট করেন ফেসবুকে, "আমি মজা করছি না, আমি খুব শীঘ্রই ভারতে আসছি। আমি বন্দুক জোগাড় করব। আর এই আধুনিক গান্ধীকে গুলি করে মারব। আমি কেজরিওয়ালকে এতটাই ঘেণ্যা করি যে ওকে নষ্ট করতে আমি সবকিছু করতে পারি।"

এখানেই শেষ নয়, এরপর আরও একটি পোস্টে গগন বলেন, "আমি সমস্ত তথ্য জোগাড় করেছি। আমার বন্ধু নীল যে দিল্লিতে থাকে এর উপর কাজ করছে। আমরা খুব তাড়াতাড়িই কেজরিওয়ালের আসল চেহারাটা দুনিয়ার সামনে আনব। আমি নাথুরাম গডসের ভূমিকা পালন করতে চাই। আমি একটুও মসকরা করছি না। আমি এই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আমারা ভারতমাতার জন্য আমি সবকিছু করতে পারি।"

জমি অধিগ্রহণ আইনের বিরোধিতায় ১১০০ কিলোমিটার লম্বা তিনমাস ব্যাপী পদযাত্রার ডাক দেওয়ার পরেই এই ধরণের হুমকি আন্নার জন্য আসতে শুরু করে।

বিষয়টিকে হাল্কাভাবে দেখতে নারাজ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এবিষয়ে যাবতীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

English summary
Anna Hazare receives death threat on Facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X