For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসন্তুষ্ট আন্না ধরলেন না কিরণ বেদীর টেলিফোন

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : গান্ধীবাদী আন্না হাজারের কাছের মানুষ বলেই পরিচিত ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সেই প্রিয় কিরণ বেদীর টেলিফোন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে চলেছেন আন্না। সূত্রের খবর, তাঁর সঙ্গে আলোচনা না করেই কিরণ বেদীর রাজনীতিতে যোগ দেওয়ায় আঘাত পেয়েছেন আন্না।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদী, লড়বেন দিল্লি নির্বাচনেও

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কিরণ বেদী। কিন্তু তারপর থেকেই বারবার ফোন করা সত্ত্বেও কিরণের ফোনই ধরতে চাননি আন্না।

অসন্তুষ্ট আন্না ধরলেন না কিরণ বেদীর টেলিফোন

এই বিষয় নিয়ে কিরণ বেদীর কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, আমি আন্নাজিকে অনেকবার ফোন করেছি। কখনও তিনি ঘুমোচ্ছিলেন, কখনও বিশ্রাম নিচ্ছিলেন। গতকাল রাতেও ওনাকে ফোন করেছি, আগামীকাল আবারও ফোন করব।

কিরণ বেদী এও বলেন, তিনি জাননে আন্না তাঁকে কী বলবেন।

শুক্রবার সাংবাদিকদের আন্না জানান, বিজেপিতে যোগ দেওয়ার আগে কিরণ বেদী তাঁকে কিছুই জানাননি। শেষ অনশনের পর থেকে পুনেপ রালেগাঁও সিদ্ধিতে কিরণ যাননি এমনকী তাঁর সঙ্গে যোগাযোগও কতরেননি।

আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে প্রচার শিবির ভারতে সাধারণ মানুষের বিশাল সমর্থন পেয়েছিল ২০১১ সালে। আন্না কখনওই সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পক্ষে ছিলেন নায় অরবিন্দ কেজরিওয়াল এবং কিরণ বেদী উভয়উ আন্নার প্রচার শিবিরের দুই মুখ্য সদস্য ছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গঠনের সিদ্ধান্তরও বিরোধিতা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

প্রাথমিকভাবে কেজরিওয়ালের বিরোধিতা করলেও পরে পরে দুপক্ষের মিল হয়ে যায়। কেজরিওয়ালের জন্য প্রচারও চালিয়েছিলেন আন্না। কিরণ শিবির আশাবাদী, এক্ষেত্রেও কিছুদিনেই মান ভাঙবে আন্নার। এবং কিরণের সঙ্গেও তার দূরত্ব ঘুচবে।

English summary
Anna Hazare Hurt, Refuses to Take Calls From Kiran Bedi: Sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X