For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইদে 'সম্প্রীতি'র বার্তা! মুসলিমদের এই উপদেশ মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যের

বকরি ইদে প্রকাশ্য রাস্তায় পশুহত্যা নয়। মুসলিম ধর্মের মানুষদের কাছে এমনটাই আবেদন জানালেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোানাল ল বোার্ডের সদস্য মৌলনা ফিরাঙ্গি মাহালি।

  • |
Google Oneindia Bengali News

বকরি ইদে প্রকাশ্য রাস্তায় পশুহত্যা নয়। মুসলিম ধর্মের মানুষদের কাছে এমনটাই আবেদন জানালেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোানাল ল বোার্ডের সদস্য মৌলনা ফিরাঙ্গি মাহালি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, তার এই আবেদন ইদ-অল-আধা উপলক্ষে, প্রতি বছরের মতো এবছরেও। সরকারের তরফে যে পশুগুলির ওপরে নিষেধাজ্ঞা নেই সেগুলি জবাই করার পরামর্শ তিনি দিয়েছেন।

ইদে সম্প্রীতির বার্তা! মুসলিমদের এই উপদেশ মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যের

রাস্তায় বলি করা প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোানাল ল বোার্ডের সদস্য বলেছেন, অন্য সম্প্রদায়ের কথা মনে রাখার ব্যাপারেও আহ্বান জানান। পশু বলি ঘর কিংবা মাদ্রাসার ভিতরে করার পরামর্শও তিনি দিয়েছেন। এতে অন্য সম্প্রদায় অসুবিধার মধ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তাঁর আবেদন, পশু বলি সংক্রান্ত কোনও ছবি না তুলতে। তা সোশ্যাল মিডিয়ায় না দিতেও আবেদন করেছেন তিনি।

ইদ-ইল ফিতরের প্রায় দুমাস পরে হল ইদ-অল-আধহা। ইদ-অল-আধহা, যা সকলের কাছে বকরি-ইদ নামেই পরিচিত। সারা বিশ্বেই এই অনুষ্ঠান পালন করা হয়। উর্দু এবং হিন্দিতে ইদ-অল-আধাকে বকরি-ইদ বলা হয়। উজবেকিস্তানে ইদ-অল-আধহাকে বলা হ.য়.কোর্বন হাইতি। বাংলাদেশে বলা হয় ইদ-উল-আঝা। বাংলায় যাকে বলা হয় কোরবানির ইদ। মিশরে ইদ-উল বাকারা নামে এই উৎসব পালন করা হয়।

English summary
Animal sacrifice must not be done on roads, AIMPLB member appeals to Muslims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X