For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা-তদন্তে যুক্ত অনিলকুমার সিনহাই নতুন সিবিআই ডিরেক্টর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর: সারদা-কাণ্ড নিয়ে যে অফিসার তেড়েফুঁড়ে কাজ করছিলেন, তাঁকেই শেষ পর্যন্ত সিবিআইয়ের ডিরেক্টর পদে বসাল কেন্দ্রীয় সরকার। রঞ্জিত সিনহার অবসরের পর নতুন সিবিআই ডিরেক্টর হলেন অনিলকুমার সিনহা। বুধবার থেকে তিনি দায়িত্ব বুঝে নিলেন।

গতকালই ছিল রঞ্জিত সিনহার কর্মজীবনের শেষ দিন। বিকেলে ফুল দিয়ে সাজানো গাড়িতে শেষবারের মতো দফতর ছেড়ে বেরিয়ে যান তিনি। এর পরই রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক ডাকেন। নিয়মমাফিক সেখানে হাজির ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দত্তু এবং লোকসভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খারগে। অনিলকুমার সিনহা ছাড়াও নাম উঠে আসে রাজস্থান পুলিশের ডিজি ওমেন্দ্র ভরদ্বাজ, এনআইএ প্রধান শরদ কুমার, স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব প্রকাশ মিশ্রের। কেরল পুলিশের ডিজি কে এস বালসুব্রহ্মণ্যমের নামও বিবেচিত হয়। কিন্তু শেষমেশ অনিলকুমার সিনহার ভাগ্যেই শিকে ছেঁড়ে।

১৯৭৯ ব্যাচের বিহার ক্যাডারের অফিসার হলেন অনিলকুমার সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা-কাণ্ডের তদন্ত সিবিআই বুঝে নেওয়ার পর তা তত্ত্বাবধানের দায়িত্ব পড়ে এই বর্ষীয়ান অফিসারের ওপর। তাঁর নজরদারিতেই এখন সারদার তদন্ত চলছে। এ বার তিনি সিবিআইয়ের ডিরেক্টর হওয়ায় সংশ্লিষ্ট তদন্ত আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

সারদা-কাণ্ডের তদন্তে যুক্ত ছিলেন বলেই তাঁকে সিবিআই ডিরেক্টর করা হল, এ কথা মানতে চায়নি পিএমও। তাদের দাবি, প্রধানমন্ত্রী চেয়েছিলেন, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনে কাজ করে এসেছে, এমন কাউকে ওই পদে বসাতে। সেই অভিজ্ঞতা থাকার কারণেই অনিল সিনহাকে গুরু দায়িত্ব দেওয়া হল।

English summary
Anil Kumar Sinha becomes new chief of CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X