For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাবির প্রতি দৃষ্টি আকর্ষণে এমনই 'প্রতীকী' অনুষ্ঠান যোগীর রাজ্যে

উত্তরপ্রদেশের সীতাপুরে অঙ্গনওয়াড়িকর্মীদের এক অভিনব বিক্ষোভ। সরকার তাঁদের দাবি না মানায়, দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রী যোগীর ছবিতে মালা দিয়ে প্রতীকী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের সীতাপুরে অঙ্গনওয়াড়িকর্মীদের এক অভিনব বিক্ষোভ। সরকার তাঁদের দাবি না মানায় , দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রী যোগীর ছবিতে মালা দিয়ে প্রতীকী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে।

দাবির প্রতি দৃষ্টি আকর্ষণে এমনই 'প্রতীকী' অনুষ্ঠান যোগীর রাজ্যে

ছবিতে মালা দিয়ে বিয়ে। তবে ছবিটি যার-তার নয়, এক্কেবারে মুখ্যমন্ত্রী যোগী আাদিত্যনাথের ছবি। সীতাপুরের মহিলা অঙ্গনওয়াড়ি মহিলা কর্মচারী সংঘের জেলা প্রধান নীতু সিং মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে অভিনব বিক্ষোভের আয়োজন করেন।

দাবির প্রতি দৃষ্টি আকর্ষণে এমনই 'প্রতীকী' অনুষ্ঠান যোগীর রাজ্যে

সীতাপুরের জেলাশাসকের দফতরের পাশে গানবাজনা মাধ্যমে ওই নীতি সিং বড়মাল্য দেন যোগী আদিত্যনাথের ছবিতে। সঙ্গে ছিল বৈদিক মন্ত্রোচ্চারণও। 'বিক্ষোভ' অনুষ্ঠানের শেষে উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টিও বিলি করা হয়। অঙ্গনওয়াড়িকর্মীরা ছাড়াও ছিলেন স্থানীয় লোকজনও।

অঙ্গনওয়াড়িকর্মীদের দাবি মুখ্যমন্ত্রী কাছে পৌঁছে দিতেই এমনই অভিনব আয়োজন বলে জানা গিয়েছে।

English summary
Anganwadi workers of Sitapur of Uttar Pradesh arranged symbolic marriage with Yogi Adityanath.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X