For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই-এর পর এবার স্ট্যাচু নিয়েও লড়াই! চমকে দেওয়ার পথে চন্দ্রবাবু, জেনে নিন বিস্তারিত

সিবিআই নিয়ে লড়াইয়ের পর এবার স্ট্যাচুর লড়াইয়েও নেমে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অমরাবতীতে প্রস্তাবিত বিধানসভা ভবনের উচ্চতা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকে ৬৮ মিটার বেশি উঁচ

  • |
Google Oneindia Bengali News

সিবিআই নিয়ে লড়াইয়ের পর এবার স্ট্যাচুর লড়াইয়েও নেমে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অমরাবতীতে প্রস্তাবিত বিধানসভা ভবনের উচ্চতা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকে ৬৮ মিটার বেশি উঁচু। ভবনটি তৈরি হলে, তা দেশের উচ্চতম হবে বলে জানা গিয়েছে। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা ১৮২ মিটার।

দেশের সবচেয়ে উঁচু গঠন এবার অন্ধ্রে

দেশের সবচেয়ে উঁচু গঠন এবার অন্ধ্রে

প্রস্তাবিত অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভবনের ডিজাইন মুখ্যমন্ত্রীর পছন্দ হয়েছে। তা প্রায় চূড়ান্তও হয়ে গিয়েছে। দিন কয়েকের মধ্যে ব্লুপ্রিন্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে ব্রিটেনের আর্কিটেক্ট সংস্থা নর্মা ফস্টার্স। বিধানসভা ভবনে থাকতে তিনটি ফ্লোর। তবে টাওয়ারের উচ্চতা হবে ২৫০ মিটার।

প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন স্ট্যাচু

দেশে স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে যখন বিতর্ক চলছে. সেই সময় এই ভবন তৈরি করার কথা জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিলেন বলেই মনে করা হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০১ মিটার উঁচু রাম স্ট্যাচু তৈরির কথা জানিয়েছেন। কর্ণাটক সরকার ১২৫ ফুট উঁচু কাবেরি মা-এর স্ট্যাচু তৈরি করবে বলে জানিয়েছে।

দুবছরে কাজ শেষ

দুবছরে কাজ শেষ

অন্ধ্রপ্রদেশের পুরমন্ত্রী পি নারায়না জানিয়েছেন, নভেম্বরেই এই ভবন তৈরি জন্য টেন্ডার ডাকা হবে। দুবছরের মধ্যে কাজ শেষ করা হবে।

থাকবে দুটি গ্যালারি

থাকবে দুটি গ্যালারি

বিধানসভা ভবনে দুটি গ্যালারি তৈরি করা হবে। প্রথমটি হবে ৮০ মিটারে। যা ৩০০জনকে জায়গা দিতে পারবে। দ্বিতীয়টি হবে ২৫০ মিটারে। যা ২০ জনকে জায়গা দিতে পারবে। ওর এপর থেকে পুরো অমরাবতী শহরকে দেখা যাবে। দ্বিতীয় গ্যালারি কাঁচে মোড়া থাকবে। যাতে থাকবে এলিভেটর। ভবনটি ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প নিরোধী হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

( ছবি সৌজন্য: ফেসবুক)

English summary
Andhra Pradesh’s new assembly to be taller than Statue of Unity by 68 metres
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X