শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহার নিল 'হুদহুদ', অন্ধ্র-ওড়িশা থেকে সরানো হল লক্ষাধিক মানুষ

অন্ধ্রর শ্রীকাকুলাম, বিজয়ানগরম,বিশাখাপটনম এবং পূর্ব গোদাবরী থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বিশাখাপটনম থেকে ২৪,০০০ মানুষ, বিজয়ানগরম থেকে ১৫,০০০ মানুষ, শ্রীকাকুলাম থেকে ৪৬,০০০ মানুষ এবং পূর্ব গোদাবরী থেকে ১৬০ জনকে সরিয়ে নিয়ে যাওযা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন রাজ্য বিপর্য মোকাবিলার বিশেষ কমিশনার কে হাইমাবতী।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামীকাসল ভাইজ্যাকের উপর দিয়ে এগোবে হুদহুদ। ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার দক্ষিণ উপকূলভাগেও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। এই মুহূর্তে বিশাখাপটনমের দক্ষিণপূর্বে ৩৩০ কিলোমিটার দূরে রয়েছে হুদহুদ। দক্ষিণ ও দক্ষিণপূর্ব গোপালপুর থেকে ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে।
এই মুহূর্তে পরিস্থিতি মোকাবিলায় তৈরি ওড়িশা ও অন্ধ্র। কমপক্ষে এডিআরএফ-এ ১৫টি দল, ২৫০ জন ভারতীয় সেনা জওয়ান, ৪টি নৌবাহিনীর জাহাজ, ভারতীয় নৌ বাহিনীর ১০ টি হেলিকপ্টারকে দায়িত্বে মোতায়ন করা হয়েছে। জরুরী অবস্থার জন্য আইএএফ-কে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। হুদহুদের জেরে প্রায় ৩৮ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।