For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিআর আম্বেদকরের নামে জেলা! নাম পরিবর্তনের প্রতিবাদে অন্ধ্রের মন্ত্রীর বাড়িতে আগুন

জেলার নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা বিরাজ করছে অন্ধ্রপ্রদেশের আমলাপুরম শহরে। প্রতিবাদে রাজ্যের পরিবহণ মন্ত্রী পিনিপ বিশ্বরূপের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। বিআর আম্বেদকরের নামে একটি জেলা করার সিদ্ধান্ত নিয়েছিল।

Google Oneindia Bengali News

জেলার নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা বিরাজ করছে অন্ধ্রপ্রদেশের আমলাপুরম শহরে। প্রতিবাদে রাজ্যের পরিবহণ মন্ত্রী পিনিপ বিশ্বরূপের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। বিআর আম্বেদকরের নামে একটি জেলা করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। রাজ্যের সেই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভের মুখে পড়ে মন্ত্রীর পরিবার। মন্ত্রীর পরিবারকে বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিআর আম্বেদকরের নামে জেলা! নাম পরিবর্তনের প্রতিবাদ অন্ধ্রে

মঙ্গলবার আমলাপুরমে জেলা কালেক্টরের অফিসে একটি সমাবেশের পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভকারীরা বিআর আম্বেদকর কোনাসিমা জেলা হিসাবে নাম পরিবর্তন করার রাজ্য সরকারের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বিভিন্ন দলিত গোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে ওয়াইএসআর কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বি আর আম্বেদকরের নামে জেলার নামকরণ করে।

বিক্ষোভকারীরা শহরের নাম একই রাখার দাবি জানান। সেই দাবিতে জেলা পুলিশ সমাবেশ আটকাতে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করেছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে মৃদু শক্তি প্রয়োগ করতে হয়। শহরে বিক্ষিপ্তভাবে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত হন ডিএসপি মাধবরেডি ও এসপির বন্দুকধারী নিরাপত্তারক্ষীরা। এরপর হিংসা ছড়িয়ে পড়ে আরও। মোট পাঁচটি রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে আগুন দেওয়া হয়।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তানেতি ভানিথা বলেছেন, "এই ঘটনায় প্রায় ২০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। আমরা এই হিংসার নিন্দা জানাই। সমস্ত রাজনৈতিক দল জেলার নাম পরিবর্তন করতে চায়। আমি শান্তির আবেদন জানাচ্ছি।" মন্ত্রী পিনিপে বিশ্বরূপের মোট তিনটি গাড়িতেও আগুন দেওয়া হয়। বিধায়ক পি সতীশের বাসভবনও ভাঙচুর করা হয় এবং পরে আগুন দেওয়া হয়।

ঘটনার পরপরই এসপি সুব্বারেডি একটি নিরাপত্তা পর্যালোচনা সভা করেন এবং কয়েকজন বিক্ষোভকারীকে হেফাজতে নেওয়া হয়। এর আগে, ওয়াইএস জগন মোহন রেড্ডি সরকার কোনাসিমার নাম পরিবর্তন করে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কোনাসিমা জেলা হিসাবে অমলাপুরমকে সদর দফতর করার সিদ্ধান্ত নিয়েছিল।

এপ্রিল মাসে জেলা পুনর্গঠনের অংশ হিসাবে রাজ্যের বিদ্যমান ১৩টি জেলার মধ্যে ২৬টি জেলা তৈরি করা হয়েছিল। কিছু নবগঠিত জেলার নামকরণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে। যেমন এনটিআর, আলুরি সীতারামা রাজু এবং আন্নামাইয়া। রাজ্য সরকারের উপদেষ্টা সজ্জালা রামকৃষ্ণ রেড্ডি বলেছেন, "জনগণের আশা-আকাঙ্খা বিবেচনা করে বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে জেলার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দল এটিকে সমর্থন করেছিল।"

তিনি বলেন, "বিআর আম্বেদকর একজন মহান নেতা ছিলেন এবং তাঁর নামে একটি জেলার নামকরণে রাজ্য সরকারের কোনও রাজনৈতিক স্বার্থ নেই। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী হিংসার জন্য দায়ী এবং শীঘ্রই সমস্যাটি মিটে যাবে বলে তিনি মনে করেন।

English summary
Andhra Pradesh minister's home set fire in protest over renaming district of BR Ambedkar’s name.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X