For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট শেষের আগেই তৎপরতা! দিল্লিতে বৈঠক রাহুলের সঙ্গে, চন্দ্রবাবুর আহ্বান প্রতিপক্ষকেও

ভোটের ফল বেরনোর আগেই তৎপরতা বিরোধী শিবিরে। এদিন সকালে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করেন, বিরোধী শিবিরের অন্যতম মুখ অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

  • |
Google Oneindia Bengali News

ভোটের ফল বেরনোর আগেই তৎপরতা বিরোধী শিবিরে। এদিন সকালে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করেন, বিরোধী শিবিরের অন্যতম মুখ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ভোট পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি ও সম্ভাব্য জোট নিয়ে তাঁরা দুজন আলোচনা করেন বলে জানা গিয়েছে।

সারা দেশে সাত পর্যায়ের ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। যা শেষ হচ্ছে ১৯ মে, রবিবার। ভোটগণনা ২৩ মে। অন্ধ্রপ্রদেশের ২৫ লোকসভা এবং ১৭৫ টি বিধানসভার নির্বাচন হয়ে গিয়েছে ১১ এপ্রিল।

লখনৌ যাচ্ছেন চন্দ্রবাবু

লখনৌ যাচ্ছেন চন্দ্রবাবু

এদিন লখনৌতেও যাওয়ার কথা রয়েছে চন্দ্রবাবু নাইডুর। সেখানে তিনি সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব এবং বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

বৈঠক সীতারাম, কেজরিওয়ালের সঙ্গে

বৈঠক সীতারাম, কেজরিওয়ালের সঙ্গে

শুক্রবার নাইডু বৈঠক করেছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে। এছাড়াও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও তিনি বৈঠক করেছিলেন। এই দুই নেতার সঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি এবং সম্ভাব্য জোট নিয়ে কথা বলেন বলে জানা গিয়েছে।

অচ্ছুৎ নয় টিআরএসও

নিজের প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানায় ক্ষমতার থাকা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিকেও বিজেপি বিরোধী জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

নাইডু এমন একটা সময় সক্রিয় হয়েছেন, যেই সময় টিআরএস নেতা তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-ও ফেডারেল ফ্রন্টের তোড়জোড় শুরু করেছেন। অন্যদিকে, নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে কড়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখে চন্দ্রবাবু। ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি ইতিমধ্যেই দাবি করেছেন, অন্ধ্রপ্রদেশে তারাই ক্ষমতায় আসছেন।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Andhra Pradesh CM Chandrababu Naidu meets Cong President Rahul Gandhi at his residence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X