For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনশন ভাঙলেন মুখ্যমন্ত্রী, দিল্লির ধরনা-মঞ্চ থেকে বিরোধী ঐক্যের যে বার্তা দিলেন নেতারা

১২ ঘণ্টা পর অনশন ভাঙলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোমবার সকাল আটটায় দিল্লিতে অন্ধ্রভবনের সামনে তিনি রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে অনশনে বসেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

১২ ঘণ্টা পর অনশন ভাঙলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোমবার সকাল আটটায় দিল্লিচতে অন্ধ্রভবনের সামনে তিনি রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে অনশনে বসেছিলেন। তাঁর অনশনকে সমর্থন জানায় বিরোধী সমস্ত দল। এরপর পূর্বঘোষিত সন্ধ্যা আটটা নাগাদ তিনি অনশন প্রত্যাহার করে নেন। অনশন ভাঙলেও তিনি আন্দোলন জারি রাখার কথা ঘোষণা করেন।

অনশন প্রত্যাহার

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার হাত থেকে ফলের রস খেয়ে অনশন ভাঙেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

অমিত শাহর চিঠি

অনশন ভাঙার পরই অমিত শাহের চিঠি নিয়ে সরব হন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, আমি এই সব নিন্দা করছি। তিনি অন্ধ্র প্রদেশের জনগণকে একটি চিঠি লিখেছেন। তারা বেল্টের নীচে ফেলে আমাকে আঘাত করছে। প্রধানমন্ত্রী ও শাহের উচিত শালীনতা বজায় রাখা।

রাষ্ট্রপতির কাছে দরবার

অনশন ভাঙার পর চন্দ্রবাবু ঘোষণা করেন, আগামীকাল সকাল ১০টায় আমরা সবাই এখানে মিলিত হব। এখান থেকে আমরা রাষ্ট্রপতির কাছে দরবার করব। আমাদের ১১ জন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে প্রতিনিধিত্ব করবে।

চন্দ্রবাবুর ধরনা মঞ্চে শিবসেনাও

চন্দ্রবাবুর অশশন মঞ্চে এদিন সকাল থেকেই বিরোধী ঐক্য ফুটে উঠেছিল। মোদী বিরোধী জোটের দলগুলির মুখ-রা তো ছিলেনই, উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিজেপি জোটসঙ্গী শিবসেনার প্রতিনিধি সাসংদ সঞ্জয় রাউথও। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও বরিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের মাঝে তিনি বসেছিলেন মঞ্চে।

মঞ্চে বিরোধী ঐক্য

মঞ্চে বিরোধী ঐক্য

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মনমোহন সিং থেকে শুরু করে ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব, মুলায়ম সিং যাদব, কে ছিলেন না মঞ্চে। ছিলেন বহুজন সমাজবাদীর প্রতিনিধিও। এসেছিলেন মমতার প্রতিনিধি হিসেবে ডেরেক ও ব্রায়ান। মঙ্গলবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

চন্দ্রবাবুর ধরনা মঞ্চে কেজরি

চন্দ্রবাবুর ধরনা-অনশন মঞ্চে দাঁড়িয়েই মোদীকে মোক্ষম নিশানা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এই সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। সেই কারণেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা তিন-তিনবার ঘোষণা করেও দেওয়া হয়নি। অটলবিহারীর রাজধর্ম পালনের বার্তাও মনে রাখেনি এই বিজেপি সরকার।

একজোট সকলে

চন্দ্রবাবুর ধরনা মঞ্চে বিরোধী ঐক্যের আর এক চিত্র। উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন, জিএমকের টি শিবা, আপের কেজরিওয়াল।

ডেরেকের বার্তা

দিল্লিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ থেকে তৃণমূল সাংসদ চন্দ্রবাবু নাইডুর বার্তা। পাশে রয়েছেন শরদ যাদব।

জোট চিত্র ধরনা মঞ্চে

হাতে হাত সকলের। সকাল হতেই দিল্লির বুকে মোদী বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠল। চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ হয়ে উঠল বিরোধী জোটের মহাক্ষেত্র।

পাশে মনমোহন

চন্দ্রবাবু পাশে পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। অনশন মঞ্চে উপস্থিত হয়ে তিনি দিলেন সমর্থন-বার্তা।

রাহুলের বার্তা অন্ধ্রপ্রদেশের মানুষের প্রতি

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চন্দ্রবাবুর পাশে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশের মানুষের প্রতি নৈতিক সমর্থন জানালেন। দিলেন তাঁর হৃদয়ের বার্তা।

English summary
Andhra Pradesh CM Chandrababu Naidu breaks hunger strike. He starts hunger strike at Delhi on demand of special status of State
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X