For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ালিয়রে চলন্ত এসি ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! বিস্তারিত জানুন

গোয়ালিয়রের কাছে অন্ধ্রপ্রদেশের এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে আগুন ধরে যায়, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Google Oneindia Bengali News

বরাত জোরে রক্ষা পেলেন ৪০ জন ডেপুটি কালেক্টরসহ প্রায় ১৩০ জন রেল যাত্রী। সোমবার মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার কাছে বিশাখাপত্তনম-এইচ নিজামুদ্দিন ২২৪১৬ অন্ধ্র প্রদেশ এসি (এপিএসি) সুপার-ফাস্ট এক্সপ্রেস ট্রেনের বি৬ ও বি৭ কোচে আগুন ধরে যায়। রেলওয়ের পিআরও মনোজ কুমার জানান, ট্রেনের ওপর একটি হাইটেনশন তার পড়ে তার থেকে শর্ট সার্কিট হয়েই আগুন ধরে।

গোয়ালিয়রে চলন্ত ট্রেনের এসি কামড়ায় ভয়াবহ আগুন!

ট্রেনটি দিল্লির হযরত নিজামুদ্দিন স্টেশন থেকে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে যাচ্ছিল। সকাল ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ বিড়লা নগর স্টেশনের কাছে প্রথম আগুন লাগে বি-৬ কামড়ায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের বি-৭ কোচেও। আতঙ্কিত যাত্রীরা কামড়ার অগ্নীনির্বাপক ব্যবস্থ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। প্রথমে ট্রেনটিকে দাঁড় করিয়ে গার্ডের তত্ত্বাবধানে দুটি কামড়া থেকেই যাত্রীদের নিরাপদে অন্যান্য কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরও আগুন না নেভাতে পেরে ওই যাত্রীদের নিচে নামিয়ে আনা হয়। জ্বলন্ত কামড়া দুটি বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে ট্রেনটি গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়। ওই কামড়ার যাত্রীদের প্রাথমিক শুশ্রুষার পর তুলে দেওয়া হয় অন্যান্য ট্রেনে।

রেলওয়ে কর্মকর্তা অমিত মালব্য জানান, দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কোনও যাত্রীরই হতাহতের রিপোর্ট নেই। তবে ট্রেন থামতেই আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সামান্য চোট পান। গোয়ালিয়র থেকে পদস্থ রেলকর্তারা ঘটনাস্থলে গিয়ে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করেন। তবে এই দুই কামড়ার যাত্রীদের নগদ ও অলংকার সহ সম্পত্তির বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কামড়ায় উপস্থিত ডেপুটি কালেক্টররা একটি প্রশিক্ষণ থেকে ফিরছিলেন।

[আরও পড়ুন:গোয়ালিয়রে চলন্ত এসি ট্রেনের কামড়ায় ভয়াবহ আগুন! বিস্তারিত জানুন][আরও পড়ুন:গোয়ালিয়রে চলন্ত এসি ট্রেনের কামড়ায় ভয়াবহ আগুন! বিস্তারিত জানুন]

রেলওয়ের মন্ত্রক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ঝাঁসীর থেকে ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা পরিদর্শনের জন্য ঘটনাস্থলে পৌঁছান। এদিনের ঘটনার জন্য এই লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়। ওই শাখার ট্রেনগুলিকে বিভিন্ন স্টেশনে থামিয়ে রেখে লাইন ক্লিয়ার করা হয়। যাত্রী / ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য রেলওয়ে দুটি জরুরী নম্বর প্রকাশ করেছে - ১৩২২, ১৮০০১১১১৮৯ ।

English summary
Andhra Pradesh AC Superfast Express train catches fire near Gwalior, but no casualties has been reported.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X