For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্রপ্রদেশ : পুলিশ ও চন্দন কাঠ পাচারকারী এনকাউন্টারে নিহত ২০

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদ, ৭ এপ্রিল : অন্ধ্রপ্রদেশে পুলিশের এনকাউন্টারে নিহত হল ২০ জন চন্দন কাঠ পাচারকারী।

অন্ধ্রের চিত্তোর জেলার তিরুপতির কাছে সেশাচলমের জঙ্গলে এদিন সকালে ঘটনাটি ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও বনদপ্তরের আধিকারিক আহত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশ : পুলিশ ও চন্দন কাঠ পাচারকারী এনকাউন্টারে নিহত ২০


পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে বন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেশাচলমের জঙ্গলে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখানে জঙ্গলের দুটি জায়গায় পুলিশের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ হয়।

অন্ধ্র পুলিশের ডিজিপি (আইন-শৃঙ্খলা) আরপি ঠাকুর জানিয়েছেন, জঙ্গল থেকে লাল চন্দন কাঠের গুড়ি নিয়ে পালাচ্ছিল চোরাচালানকারীরা। সেখানে পৌঁছনো মাত্রই প্রায় শ'খানেক পাচারকারী পাথর, ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে। ফলে আত্মরক্ষার তাগিদে পাল্টা গুলি চালায় পুলিশ। উভয়পক্ষের সংঘর্ষে ২০ জন পাচারকারীর মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন কয়েকজন পুলিশকর্মী।

বেশিরভাগ পাচারকারীই তামিলনাড়ুর বাসিন্দা বলে পুলিশের তরফে জানা গিয়েছে।

English summary
Andhra Pradesh: 20 red sander smugglers killed in encounter with police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X