For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেফতার এই রাজ্যের এক অফিস অ্যাটেন্ড্যান্ট! তাঁর সম্পত্তির পরিমাণ জানলে ভিমড়ি খাবেন

হিসেবের অধিক সম্পত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এক কর্মীকে। পদ মর্যাদায় তিনি অফিস অ্যাটেন্ড্যান্ট। অভিযোগ তিনি প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি মালিক।

  • |
Google Oneindia Bengali News

হিসেবের অধিক সম্পত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এক কর্মীকে। পদ মর্যাদায় তিনি অফিস অ্যাটেন্ড্যান্ট। অভিযোগ তিনি প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি মালিক। মঙ্গলবার রাজ্যের অ্যান্টি কোরাপশন ব্যুরোর সেন্ট্রাল ইনভেসটিগেটিং টিম নেল্লোর থেকে সরকারি ওই কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার এই রাজ্যের এক অফিস অ্যাটেন্ড্যান্ট! তাঁর সম্পত্তির পরিমাণ জানলে ভিমড়ি খাবেন

নেল্লোর ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনারের অফিসের সাব অর্ডিনেট কাম অ্যাটেন্ডেন্ট এন নরসীমা রেড্ডি(৫৫) মাসিক আয় ৪০ হাজারের মধ্যে। সম্প্রতি তিনি ১৮ তম প্লট কেনার সময় বিষয়টি রাজ্যের অ্যান্টি কোরাপশন ব্যুরোর নজরে আসে। একইসঙ্গে বিজয়ওয়াড়ার শোরুম থেকে প্রায় সাত কেজি রূপোর বাসন এবং সোনার গয়না কেনার বিষয়টিও নজরে ছিল তদন্তকারীদের।

গ্রেফতার এই রাজ্যের এক অফিস অ্যাটেন্ড্যান্ট! তাঁর সম্পত্তির পরিমাণ জানলে ভিমড়ি খাবেন

অ্যান্টি কোরাপশন ব্যুরোর তরফে জানা গিয়েছে, নেল্লোরে ওই সরকারি কর্মীর বাড়িতে তল্লাশির সময় ১৮ টি জমির দলিল পাওয়া যায়। যা রয়েছে নিজের, স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের নামে। একইসঙ্গে বাড়ি থেকে ৭.৭০ লক্ষ টাকা নগদেও উদ্ধার করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, এলআইসি-তে রয়েছে ১ কোটি টাকারও বেশি। ৫০ একরের বেশি কৃষি জমিও রয়েছে গ্রেফতার হওয়া ওই সরকারি কর্মীর।

জানা গিয়েছে, সরকারি চাকরিতে নরসীমা রেড্ডি যোগ দিয়েছিলেন ১৯৮৪-র ২২ অক্টোবর। সেই সময় তাঁর মাইনে ছিল মাসে ৬৫০ টাকা। গত চৌত্রিশ বছর ধরে তিনি নেল্লোরের ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনারের অফিসে কাজ করছেন। অভিযোগ, তিনি দালাল হিসেবেও কাজ করেন।

অভিযোগ, মাসে পাওয়া ঘুষের পরিমাণ এতটাই বেশি ছিল যে, প্রোমোশনের আদেশ হলেও তিনি তা গ্রহণ করেননি।

English summary
Andhra peon who bought 18 plots, 50 acres farm land is arrested by Anti Corruption Bureau
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X