For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মদিনে মোদীকে ৬৮ পয়সার দান, কারা করল এমন কাজ

স্বেচ্ছ্বাসেবী সংস্থা 'রায়ালসীমা সগুনীতি সাধনা সমিতি' ৬৮ পয়সার চেক পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে।

  • |
Google Oneindia Bengali News

কুরনুলের স্বেচ্ছ্বাসেবী সংস্থা 'রায়ালসীমা সগুনীতি সাধনা সমিতি' ৬৮ পয়সার চেক পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। তাঁর জন্মদিনে এই চেক পাঠানো হয়েছে। উদ্দেশ্য, অন্ধ্রপ্রদেশের রায়ালসীমা এলাকার বঞ্চনার বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা। এই ঘটনা সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।

জন্মদিনে মোদীকে ৬৮ পয়সার দান, কারা করল এমন কাজ

স্বেচ্ছ্বাসেবী সংস্থার সভপতি দশরথ রেড্ডি জানিয়েছেন, এই এলাকায় বহুদিন ধরে টানা খরা চলায় বহু কৃষক চূড়ান্ত দৈন্যর মধ্যে দিনযাপন করছেন। আশপাশের এলাকার বহু নদী প্লাবিত হলেও সেচ ও পানীয় জলের প্রকল্পের অভাবে তা এই এলাকা পর্যন্ত পৌঁছচ্ছে না।

সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বার্তা পৌঁছে দিতে মাত্র ৬৮ পয়সার চেক পাঠানো হয়েছে। এখন ঘটনা হল, কেন ৬৮ সংখ্যাটি ব্যবহার করা হল? জানা গিয়েছে, সংস্থার অনেক সদস্যের মতে এটা মোদীজির ৬৮তম জন্মদিন ছিল। সেটা ভেবেই ৬৮ টাকার চেক পাঠানো হয়েছে। যদিও এবছর ৬৭তম জন্মদিন পালন করলেন নরেন্দ্র মোদী।

বিক্ষুব্ধদের দাবি, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন মোতাবেক রায়ালসীমাকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ছিল। তবুও তা দেওয়া হয়নি। শিল্পোন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও তা রক্ষা করা হয়নি। এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুর কাছে চিঠি লিখেও কোনও সুরাহা হয়নি। তিনি জানিয়েছেন, উন্নয়নের কাজ চলছে। যদিও তা চোখে পড়েনি কারও। তাই বাধ্য হয়ে এবার ব্যঙ্গ করে প্রধানমন্ত্রীকে প্রতিবাদস্বরূপ ৬৮ পয়সার চেক পাঠানো হয়েছে।

English summary
Andhra NGO sends 68 paise cheques to PM Narendra Modi to highlight neglect of Rayalaseema
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X