For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে মুখ্যমন্ত্রীর কাকা পুজো দিলেন তিরুপতিতে! তোলপাড় অন্ধ্র

লকডাউনে মুখ্যমন্ত্রীর কাকা পুজো দিলেন তিরুপতিতে! তোলপাড় অন্ধ্র

Google Oneindia Bengali News

অনেকেই বলছেন, ক্ষমতাশালী ধনীদের জন্য মন্দিরের দরজাও বোধহয় অসময় খোলা যায়! যেখানে সারা দেশে লকডাউন তৃতীয় পর্যায়ে পৌঁছেছে, সেখান করোনার আবহে মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিক কাকাকে নিয়ে বিতর্ক তুঙ্গে।

লকডাউনে খোলা দেবস্থান!

লকডাউনে খোলা দেবস্থান!

তিরুপতি তিরুমালা লকডাউনের জেরে বন্ধ রয়েছে বলেই খবর ছিল। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া নির্দেশ তাইই বলছে। কিন্তু জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাকা যিনি তিরুপতির বোর্ডের চেয়ারম্যান তিনি লকডাউনের মধ্যেই মন্দিরে গিয়ে পুজো দেন। যা বড়সড় বিতর্ক তৈরি করেছে।

জন্মদিন পালনে দেবস্থানের দ্বার খোলানো হল!

ওয়াইএস রাজশেখর রেড্ডির জন্মদিন উপলক্ষ্যে ভাইতথা প্রাক্তন সাংসদ বিএস সুব্বা রেডি তরিুপতি তিরুমালা দেবস্থানে পুজো অর্পণ করেন। বিরোধীদের প্রশ্ন লকডাউনের মধ্যে মন্দির খুলিয়ে তিনি এই কাজ করলেন কী করে? এই নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনাও চলছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে বিয়ে!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে বিয়ে!

এই প্রথম নয়। এর আগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিলের বিয়েও লকডাউনের মধ্যে ধুমধাম সহকারে হয়েছে। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুললেও, কর্ণাটক প্রশাসন জানিয়ে দেয় যে, সমস্ত নিয়ম মেনেই সেই বিয়ে হয়। যেখানে জমায়েত কম পরিমাণে ছিল।

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে খরচ করতে হচ্ছিল দ্বিগুণ টাকা! কর্ণাটক সরকার নিল ব্যবস্থাবেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে খরচ করতে হচ্ছিল দ্বিগুণ টাকা! কর্ণাটক সরকার নিল ব্যবস্থা

English summary
Andhra CM Jagan Mohan Reddy's uncle offering prayers at Tirupati Tirumala amid lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X