For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২৫ কিমি বেগে ব্যাপক ধূলিঝড়ের তাণ্ডবে তোলপাড় রাজস্থান! আবহাওয়া দফতরের পূর্বাভাসে কী উঠে এলো

গরমে কার্যত চরম অস্বস্তিতে রয়েছে রাজস্থান। রবিবার থেকে গরম বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ ঢেকে দিয়ে উঠে আসে ধুলোঝড়। মুহূর্তে আঁধির প্রভাবে তোলপাড় হতে থাকে রাজস্থানের বহু এলাকা।

  • |
Google Oneindia Bengali News

গরমে কার্যত চরম অস্বস্তিতে রয়েছে রাজস্থান। রবিবার থেকে গরম বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ ঢেকে দিয়ে উঠে আসে ধুলোঝড়। মুহূর্তে আঁধির প্রভাবে তোলপাড় হতে থাকে রাজস্থানের বহু এলাকা।

১১০ থেক ১২৫ কিমির ঝড়

রাজস্থানের চিতৌরগড়,কোটা,ভিলবাড়া, ঝুনঝুনু, সিকর, নগৌর, চুরু, আজমেঢ় এর মতো জায়গায় ব্যাপক প্রভাব পড়েছে ধুলোঝড়ের। জয়পুরের মতো এলাকার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি হারে নিম্নমুখী হয়েছে।

তাপমাত্রা কততে দাঁড়িয়েছে?

ধুলো ঝড়ের পর রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৯.৮ ডিগ্রি হয়েছে। রবিবার জয়সলমীরে তাপমাত্রা ৪৩.০৮ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি হয়ে গিয়েছে। জয়পুরে তাপমাত্রা এক ধাক্কায় তাপমাত্রা ২৪ ডিগ্রিতে চলে গিয়েছে।

ফসল নষ্ট

বহু জায়গায় বাজপড়ে ফসল নষ্টের পাশাপাশি ধুলোঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হয়। পাশপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিনে লু এর সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: ৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! কালবৈশাখীর হানা উত্তরবঙ্গ জুড়ে][আরও পড়ুন: ৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! কালবৈশাখীর হানা উত্তরবঙ্গ জুড়ে]

English summary
Andhi sweeps over Rajasthan creates rare sight .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X