For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ডিসেম্বরের মধ্যেই বাড়িতে শৌচালয় তৈরি না করলে জেলে পাঠাবে সরকার"

এলাকার বাসিন্দারা বাড়িতে শৌচালয় তৈরি করতে না পারলে জেলে পাঠাবে প্রশাসন। দক্ষিণ আন্দামানে এমনই হুলিয়া জারি করেছে জেলা প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

এই বছরের মধ্যে এলাকার বাসিন্দারা বাড়িতে শৌচালয় তৈরি করতে না পারলে জেলে পাঠাবে প্রশাসন। দক্ষিণ আন্দামানে এমনই হুলিয়া জারি করেছে জেলা প্রশাসন। গোটা আন্দামানকে খোলা শৌচ মুক্ত করতে নির্দেশ গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। তারপরই এই ঘোষণা করা হয়েছে।

"ডিসেম্বরের মধ্যেই বাড়িতে শৌচালয় তৈরি না করলে জেলে যেতে হবে"

দক্ষিণ আন্দামানের জেলা কমিশনার উদিত প্রকাশ রাই এলাকার মানুষের কাছে আবেদন করেছেন যে অবিলম্বে বাড়িতে শৌচালয় নির্মাণ করতে হবে। ডিসেম্বরের মধ্যে শৌচালয় তৈরি করতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী জেলে পাঠানোর সংস্থানও রয়েছে।

আন্দামানের দরিদ্র জনগনের একাংশ কোথা থেকে শৌচালয় নির্মাণের টাকা পাবেন? এই প্রশ্নে প্রশাসনের দাবি, অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছে। আরও অনেকে বাকী রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই সকলে টাকা পেয়ে যাবেন।

জেলা কমিশনার বলেছেন, শরীর সুস্থ রাখতে বাড়িতে শৌচালয় নির্মাণ জরুরি। সকলেই যাতে সরকারের সঙ্গে সহযোগিতা করেন, সেজন্য জোরকদমে প্রচার চলছে। প্রসঙ্গত, অক্টোবরের ২ তারিখে স্বচ্ছ্বতা অভিযান দিবসে পোর্ট ব্লেয়ারকে খোলা শৌচ মুক্ত এলাকা বলে ঘোষণাও করা হয়েছে। এবার গোটা আন্দামানে সেই প্রক্রিয়া চালানো হবে।

English summary
Andamanese without a toilet at home to land in jail, says authorities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X