For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতের রাজ্যপাল' নিয়ে বিব্রত দূরদর্শন, অবশেষে তদন্তের নির্দেশ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দূরদর্শন
নয়াদিল্লি, ২৯ নভেম্বর: দূরদর্শনের সঞ্চালকদের জ্ঞানের বহর দেখে আবার হাঁ হয়ে গেল গোটা দেশ। এ বার 'গোয়ার রাজ্যপাল' হয়ে গেলেন 'ভারতের রাজ্যপাল'! বিব্রত দূরদর্শন কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।

গত ২০ নভেম্বর গোয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যের কর্তাব্যক্তিরা হাজির ছিলেন। দূরদর্শনে ওই অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দূরদর্শনের এক অল্পবয়সী সঞ্চালিকা। গোয়ার রাজ্যপাল হাজির ছিলেন। কিন্তু সেই সঞ্চালিকা বলে তাঁকে 'গভর্নর অফ গোয়া' (গোয়ার রাজ্যপাল)-র বদলে 'গভর্নর অফ ইন্ডিয়া' (ভারতের রাজ্যপাল) বলে বসেন। প্রথমে ঘটনাটি ছড়ায়নি। কিন্তু দিন দুই আগে কেউ ভিডিওটি পোস্ট করে দেন ইন্টারনেটে। আর তার পরই শুরু হয় হইচই। ঠিক হয়েছে, অল ইন্ডিয়া রেডিও-র একজন উচ্চপদস্থ কর্তা তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। তার ভিত্তিতে ব্যবস্থা নেবে দূরদর্শন কর্তৃপক্ষ।

দূরদর্শনে বিভ্রাট নতুন কিছু নয়। এর আগে এক সঞ্চালিকা চীনের রাষ্ট্রপতি জি জিনপিং-কে 'ইলেভেন জিনপিং' বলে সম্বোধন করেছিল। 'এক্স' এবং 'আই' পাশাপাশি দেখে তিনি ভেবেছিলেন, ওটা বোধ হয় রোমান হরফে লেখা এগারো নম্বর সংখ্যা। তার জেরে বেচারির চাকরি যায়। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের ছবি দেখাতে গিয়ে মনমোহন সিংয়ের ছবি দেখানো হয়েছিল।

এখন দূরদর্শনের আর সেই রমরমা নেই। তার পরও যদি খবর বা সঞ্চালনার গুণমান এমন হয়, তা হলে বিপত্তি বৈকি!

English summary
Anchor describes 'Governor of Goa' as 'Governor of India', DD orders probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X