For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুদের সঙ্গেও ছিলেন সাবলীল, ২০০৩ সালের এই ভিডিও অনেকেকেই নস্টালজিক করে তুলেছে

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির মৃত্যুর পর তাঁর একটি পুরানো ভিডিও পুনপ্রকাশিত হয়েছে। ২০০৩ সালের সাহসিকতার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তাঁকে এক শিশুকে কোলে তুলে নিতে দেখা গিয়েছে।

Google Oneindia Bengali News

মুখে তাঁর সবসময়ই লেগে থাকত শিশুর মতো হাসি। শিশুদের সঙ্গেও দারুনভাবে মিশে যেতে পারতেন তিনি। এদিন তাঁর প্রয়াণের পর পুরনো একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ২০০৩ সালের জাতীয় সাহসিকতা পুরষ্কার প্রদান অনুষ্ঠানের সেই ভিডিও-তে তাঁকে দেখা যাচ্ছে এক ক্ষুদে সাহসীকে তিনি কোলে তুলে নিচ্ছেন। এই ভিডিও তাঁর কোটি কোটি সমর্থককে নস্টালজিক করে দিয়েছে।

শিশুদের সঙ্গেও ছিলেন সাবলিল, ২০০৩ সালের এই ভিডিও অনেকেকেই নস্টালজিক করে তুলেছে

রাজনীতির বাইরেও বাজপেয়ীর অন্য জগত ছিল। তিনি ছিলেন বড় মাপের কবি। সেই সঙ্গে শিশুদেরও অত্যন্ত ভালবাসতেন। প্রত্য়েক শিশুদিবসে তাঁকে শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা যেত।

[আরও পড়ুন: অটলকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন মোদী! পুরনো ভিডিওয়ে ধরা দিল দুই বিজেপি নেতার সম্পর্ক][আরও পড়ুন: অটলকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন মোদী! পুরনো ভিডিওয়ে ধরা দিল দুই বিজেপি নেতার সম্পর্ক]

এদিনও তাঁর অবস্থা সঙ্কটজনক জানার পর দেশের বিভিন্ন প্রান্তে স্কুল ও কলেজে ছাত্র-ছাত্রীদের বাজপেয়ীর আরোগ্য কামনা করে প্রার্থনা করতে দেখা যায়। কিন্তু সব প্রার্থনা ব্যর্থ করে এদিন বিকেলে তিনি পারি দিলেন অমরত্বের পথে।

[আরও পড়ুন:'পিতামহ ভীষ্ম'-এর প্রয়াণে ভারাক্রান্ত মনমোহন, জানালেন বাজপেয়ী মহান প্রধানমন্ত্রী ছিলেন][আরও পড়ুন:'পিতামহ ভীষ্ম'-এর প্রয়াণে ভারাক্রান্ত মনমোহন, জানালেন বাজপেয়ী মহান প্রধানমন্ত্রী ছিলেন]

English summary
An old video has been resurfaced after the death of former Prime Minister Atal Bihari Vajpayee. In 2003, at the bravery award ceremony, he was seen carrying a baby in his arms. The video has made many nostalgic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X