For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরসেনানিদের দুঃসাহসিক অভিযান কেরলে, সদ্যোজাতকে উদ্ধারের ভিডিও গায়ে কাঁটা দেয়

বন্যাবিধ্বস্ত কেরলে এয়ারলিফ্ট করে সন্তানসম্ভবা মাকে উদ্ধারের পর আরও এক অসাধ্য সাধন করল সেনাহবাহিনী। এবার উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার হল দশ দিনের শিশু।

Google Oneindia Bengali News

বন্যাবিধ্বস্ত কেরলে প্রসবযন্ত্রণায় কাতর জলবন্দি সন্তানসম্ভবা মাকে উদ্ধার করে নজির গড়েছে নৌসেনা। এয়ারলিফ্ট করে তাঁকে উদ্ধারের পর আরও এক অসাধ্য সাধন করল সেনাহবাহিনী। এবার উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার হল দশ দিনের শিশু। শিশুটিকে উদ্ধারের যে দুঃসাহসিক অভিযান চালিয়েছেন, সেই ভিডিও দেখে এক বাক্যে সবাই বলছেন 'জয় জওয়ান'।

বীরসেনানিদের দুঃসাহসিক অভিযান, কেরলে উদ্ধার সদ্যোজাত

দেশের সুরক্ষায় জীবন বলিদান দিতে তাঁরা কসুর করেন না, আবার অবসহায় দুর্গতদের পাশে দাঁড়াতেও তাঁরাই ভগবান হয়ে নেমে আসেন। সেনারা এখন বীরত্বের কাহিনি রচনা করছেন কেরালায়। প্রাণ হাতে করে তাঁরা ঝাঁপিয়ে পড়ছেন বন্যাদুর্গতদের জীবন বাঁচাতে।

কেরালার পূর্ব কাদাঙ্গালুরের একটি গ্রামে জলবন্দি হয়ে আটকে পড়েছিলেন ১৭০ জন অধিবাসী। তাদের মধ্যে ছিল এক দশ দিনের শিশুর। এই খবর পাওয়া মাত্রই উপকূলরক্ষী বাহিনী ঝাঁপিয়ে পড়ে উদ্ধারে। একে একে সবাইকে তাঁরা নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন। তার মধ্যে ১০ দিনের শিশুকে উদ্ধারের ভিডিও ভাইরাল হয়ে যায়। যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বীরসেনারা উদ্ধার করে এনেছে সেই শিশুকে তা সত্যিই প্রশংসাযোগ্য।

এর আগে নৌ-সেনা দুঃসাহসিক অভিযানে নেমে মহিলাকে এয়ারলিফ্ট করে উদ্ধার করেছেন। তার ওই মহিলার বাড়িতে নামানো হয়েছিল চিকিৎসক। তিনি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। তারপরই জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে রেফার করার পরামর্শ দেন। উপায়ান্তর না পেয়ে এয়ারলিফ্ট করে মহিলাকে উদ্ধার করে নৌ-সেনা। হাসপাতালে ভর্তির পর ফের টুইট করে সেনা জানায়, ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

ইতিমধ্যেই ১০ কলাম সেনা পাঠানো হয়েছে। মোতায়েন করা হয়েছে ৭৯০ জনের ইঞ্জিনিয়ারিং স্টক ফোর্স, নৌসেনার ৮২টি দল কাজ করছে, নামানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীও। ৪২টি দলে ভাগ হয়ে তাঁরা উদ্ধারকার্য চালাচ্ছে। পৌঁযে যাচ্ছে দুর্গম এলাকায়। যেখানে কোনও ত্রাণ পৌঁছনোয় আগে, সেইখানে গিয়ে ত্রাণ দেওয়ার পাশাপাশি নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে তাদের।

English summary
An infant is rescued by Indian Coast Guard at Kerala Flood. Indian Coast Guard rescues the baby in an adventure. This Video is viral now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X