For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে অক্ষরধাম মন্দিরের সামনে চলল গুলি, জোরদার করা হল নিরাপত্তা

রাজধানী দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অক্ষরধাম মন্দির। কড়া নজরদারিতেই থাকে এই মন্দির। রবিবার সকালে মন্দিরের সামনে কর্তব্যরত পুলিসদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

রাজধানী দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অক্ষরধাম মন্দির। কড়া নজরদারিতেই থাকে এই মন্দির। রবিবার সকালে মন্দিরের সামনে কর্তব্যরত পুলিসদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। একটি সাদা গাড়িতে করে এসে পুলিসকে লক্ষ্য করে পালায় দুষ্কৃতির দল। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুষ্কৃতিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিসও। সেখান থেকে গাড়িটি গীতা কলোনির দিয়ে চলে যায় বলে জানিয়েছে পুলিস। সেখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

দিল্লিতে অক্ষরধাম মন্দিরের সামনে চলল গুলি, জোরদার করা হল নিরাপত্তা

রবিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মন্ডওয়ালি থানার পুলিস দুষ্কৃতিদের ধরার জন্য ফাঁদ পেতেছিল। অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকা ওই দুষ্কৃতিরা গত কয়েকদিন ধরেই চুরি ছিনতাই চালাচ্ছিল। দুষ্কৃতিরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছলে পুলিস তাদের আটকায় এবং গাড়ি থেকে নেেম আসতে বলে।

[ 'পাক অধিকৃত কাশ্মীর তৈরিই হতই না ,যদি না ..' নেহরু-কংগ্রেস প্রসঙ্গ তুলে ফের গর্জন অমিতের ][ 'পাক অধিকৃত কাশ্মীর তৈরিই হতই না ,যদি না ..' নেহরু-কংগ্রেস প্রসঙ্গ তুলে ফের গর্জন অমিতের ]

কিন্তু তাদের মধ্যেই একজন পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলি চালাতে চালাতে গাড়ি নিয়ে গীতা কলোনি উড়ালপুলের দিকে পালিয়ে যায়। পুলিস তাদের ধাওয়া করলেও ধরতে পারেনি। এদিকে অক্ষরধাম মন্দিরের সামনে গুলি চালানোর ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন দর্শনার্থীরা।

['টাইগার' মোদীকে ধন্যবাদ! ভারতের প্রধানমন্ত্রীর একের পর এক সিদ্ধান্তে খুশি হাউস্টনের শিখ সম্প্রদায় ]['টাইগার' মোদীকে ধন্যবাদ! ভারতের প্রধানমন্ত্রীর একের পর এক সিদ্ধান্তে খুশি হাউস্টনের শিখ সম্প্রদায় ]

English summary
An encounter broke out near Akshardham Temple in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X