For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ বছরের 'বিস্ময় বালক’ জয় করছে একের পর এক শৃঙ্গ! এবার অনন্য কীর্তি অস্ট্রেলিয়ায়

বিস্ময় বালকের পাহাড় জয়ে স্থাপন হল নতুন দৃষ্টান্ত। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর এবার আরও শৃঙ্গে পৌঁছে গেল হায়দরাবাদী বিস্ময় বালক সামান্যু পথুরাজ।

Google Oneindia Bengali News

বিস্ময় বালকের পাহাড় জয়ে স্থাপন হল নতুন দৃষ্টান্ত। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর এবার আরও শৃঙ্গে পৌঁছে গেল হায়দরাবাদী বিস্ময় বালক সামান্যু পথুরাজ। এবার সে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গে ভারতের পতাকা উড়াল। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসকিউসজো জয় করল সামান্যু। নিজেকে এক অন্যন্য শিখরে নিয়ে গেল সে। একইসঙ্গে দেশের নামও উজ্জ্বল করল।

মাউন্ট কোসকিউসজো জয়

মাউন্ট কোসকিউসজো জয়

গত ১২ ডিসেম্বর সে এই অন্যন্য কীর্তি স্থাপন করে। মোট পাঁচ জনের দল রওনা হয়েছিল অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসকিউসজো জয়ের লক্ষ্যে। সেই দলে ছিলেন সামান্যুর মা ও বোনও। এই শৃঙ্গ জয় যেমন পারিবারিক অভিযানের সাক্ষী, তেমনই একটা আট বছরের ছেলে যেভাবে একের পর এক শৃঙ্গ জয় করে চলেছে, তাও এক অনন্য অভিজ্ঞতা।

লক্ষ্য জাপানের মাউন্ট ফুজি

সামান্যু এই শৃঙ্গ জয়ের পর জানিয়েছে, এটা নিয়ে আমি মোট চারটে শৃঙ্গ জয় করলাম। এবার আমার লক্ষ্য জাপানের মাউন্ট ফুজি শৃঙ্গ। এই মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। সামান্যু জানায় আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমার বিশ্বাস আমি পাহাড় শিখরে ভারতের পতাকা তুলবই।

এয়ারফোর্স অফিসার হওয়ার ইচ্ছা

এয়ারফোর্স অফিসার হওয়ার ইচ্ছা

সামান্যু আরও জানিয়েছে সে বড় হয়ে কী হতে চায়। সামান্যু অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসকিউসজো জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায়, সে এয়ারফোর্স অফিসার হতে চায়। তার আগে বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়ে করে অনন্য রেকর্ড করতে চায় সে। আর সে তা করেই ছাড়বে।

প্রতি শৃঙ্গ জয়ের নেপথ্যে উদ্দেশ্য

প্রতি শৃঙ্গ জয়ের নেপথ্যে উদ্দেশ্য

এবার তেলেঙ্গানার তাঁত শিল্পকে সে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে পাহাড় অভিযানে নেমেছিল। তাঁতে বোনা পোশাক পরে এবার উঠেছিল অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গে। সামান্যুর মা জানিয়েছে, সে একটা উদ্দেশ্য নিয়ে তবে শৃঙ্গে ওঠে। এটাই তাঁর পাহাড় জয়ের মাহাত্ম্য। উল্লেখ্য, এই বছরই সে আফ্রিকার মাউন্ট কিলিমানজারো শৃঙ্গ জয় করেছিল।

English summary
An eight years old boy of Hyderabad successfully climbs on mountain of Australia. He wins third peak of highest mountains of various country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X