For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রাচীন ভারতীয় পুরুষদের চপ্পলই বিক্রি করছে নামী জুতোর সংস্থা, জানালো টুইটার

‌প্রাচীন ভারতীয় পুরুষদের চপ্পলই বিক্রি করছে নামী জুতোর সংস্থা, জানালো টুইটার

Google Oneindia Bengali News

টুইটারে মাঝে মাঝে এমন কিছু জিনিস দেখা যায, যা হয়ত নেটিজেনরা কখনও ভাবতেও পারে না। সম্প্রতি এক টুইটার থেকে জানতে পারা গিয়েছে যে প্রাচীন যুগে ভারতীয় পুরুষরা যে চপ্পল পরতেন, সেই একই ধরনের চপ্পল বিক্রি করে জুতোর সংস্থা বাটা। টুইটারে এটি প্রকাশিত হওয়ার পর তা নিমিষে ভাইরাল হয়ে যায়।

‌প্রাচীন ভারতীয় পুরুষদের চপ্পলই বিক্রি করছে নামী জুতোর সংস্থা, জানালো টুইটার


টুইটার ব্যবহারকারী ভি গোপালন তাঁর টুইটারে তামিলনাড়ুর আভুদয়ারকোইলের এক প্রাচীন মন্দিরের ৯০০ বছরের পুরনো এক ভাস্কর্যের ছবি দেন। সেখানে ক্যাপশন দিয়েছেন তিনি, '‌প্রাচীন ভারতীয় পুরুষেরাও শতবর্ষ পূর্বেও বেশ শৌখিন ছিলেন।

তাঁরা হাজার বছর আগে চপ্পল পরতেন, সেই একই চপ্পল বর্তমানে বাটা ইন্ডিয়া বিক্রি করে!‌’‌ ছবিতে দেখা গিয়েছে প্রাচীন যুগের ভারতীয় পুরুষেরা যে ধরনের জুতো পরতেন, সেই একই ধরনের জুতে বাটা তাদের ব্র‌্যান্ড দিয়ে বিক্রি করে। তবে এই টুইটারটি আরও মজাদার হয়ে ওঠে, যখন অন্য এক ব্যবহারকারী জানান যে সেই যুগে মহিলারা হিলও পরতেন। টুইটার ব্যবহারকারী প্রভেশ কান্থের একটি ছবি দিয়ে লেখেন যে, '‌১৪০০ বছর আগেও হিল পরার চল ছিল! ‌কৈলাশানাথের মন্দির, কাঞ্চি।’‌

জেএনইউ তাণ্ডবের কড়া নিন্দায় প্রাক্তনীরা, পাশে থাকার বার্তা দিয়ে টুইট কানহাইয়া থেকে জয়শঙ্করেরজেএনইউ তাণ্ডবের কড়া নিন্দায় প্রাক্তনীরা, পাশে থাকার বার্তা দিয়ে টুইট কানহাইয়া থেকে জয়শঙ্করের

English summary
an ancient indian mens slippers are selling a shoe company twitte reported
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X