For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমৃতসরে দুর্ঘটনার রাতে ঠিক কী হয়েছিল! মুখ খুললেন ট্রেনের চালক

অমৃতসরে দশমীর রাতে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৬০ জন, আহত শতাধিক মানুষ। এই ঘটনায় মুখ খুললেন ট্রেনের ড্রাইভার।

  • |
Google Oneindia Bengali News

অমৃতসরে দশমীর রাতে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৬০ জন, আহত শতাধিক মানুষ। দশেরার অনুষ্ঠান দেখতে হওয়া ভিড় উঠে এসেছিল রেল লাইনের উপরে। সেখানেই ট্রেনের তলায় চাপা পড়ে এতজন মারা যান। এই ঘটনায় মুখ খুললেন ট্রেনের ড্রাইভার।

অমৃতসরে দুর্ঘটনার রাতে ঠিক কী হয়েছিল! মুখ খুললেন চালক

তিনি জানিয়েছেন, এমার্জেন্সি ব্রেক কষেছিলেন তিনি। হর্নও বাজিয়েছিলেন রেল লাইনের উপরে উঠে আসা জনতাকে ছত্রভঙ্গ করতে। তবে হতাহতের সংখ্যা কমাতে পারেননি। ট্রেন চালক অরবিন্দ কুমার জানিয়েছেন, ব্রেক কষতেই ধারে দাঁড়িয়ে থাকা জনতা ঢিল ছুড়তে শুরু করে।

যার ফলে রেলের কামরায় বসে থাকা যাত্রীদের নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে পুরোপুরি ট্রেন না থামিয়ে তিনি বেরিয়ে যান। পরে এএসআর স্টেশনে ট্রেন থামান। এই বিষয়ে উর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে সঙ্গে অবগত করেন বলে তিনি জানিয়েছেন।

চালক অরবিন্দ কুমার জানান, ট্রেন চালানোর যে নিয়ম থাকে, সেই সবকিছুর পালন করেই ট্রেন চালিয়েছিলেন তিনি। তবে দুর্ঘটনা এড়াতে পারেননি।

English summary
Amritsar train tragedy: What driver Arvind Kumar says about that incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X